ব্রিসবেন টেস্টে নেই জাদেজা

সিডনি টেস্টের শেষ ইনিংসে প্যাড আপ করে বসেছিলেন বটে, তবে রবীন্দ্র জাদেজার বুড়ো আঙুলের চোটটা বেশ বড়সড়ই। এ কারণে ব্রিসবেন টেস্টের শেষ ইনিংসে খেলতে পারছেন না ভারতীয় এই অলরাউন্ডার। শঙ্কা আছে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার খেলা নিয়েও।
ইতোমধ্যে ভারতেও ফিরে এসেছেন তিনি। ফেরার আগে সিডনিতেই স্থানীয় এক চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যেখানেই নিশ্চিত হয় শেষ টেস্ট থেকে তার ছিটকে যাওয়াটা।
সিডনি টেস্টের তৃতীয় দিনে মিচেল স্টার্কের হঠাৎ লাফিয়ে ওঠা বলে চোট পান জাদেজা। দলীয় চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে প্রথম ইনিংসে ব্যাটও করেছেন তিনি, যদিও সে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি ভারতীয় এ অলরাউন্ডার।
সোমবার টেস্টের শেষ দিনে যখন ব্যাট করছেন হনুমা বিহারি আর রবিচন্দ্রন অশ্বিন, তখন অবশ্য প্যাড আপ করে বসেছিলেন জাদেজা। প্রয়োজন পড়লে হয়তো ব্যাটও করতেন তিনি। যদিও সে প্রয়োজনটা আর আসেনি ভারতের, বিহারি-অশ্বিন জুটিই নির্বিঘ্নে ঐতিহাসিক এক ড্র নিয়ে আসেন দলের জন্যে। তবে টেস্ট শেষ হওয়ার পরই চিকিৎসকের শরণাপন্ন হয়ে জাদেজা জানতে পারেন, শেষ টেস্টে আর খেলা হচ্ছে না তার।
ভারতে ফিরে কোয়ারেন্টিন-পর্ব শেষ করার পর শিগগিরই তাকে হাজির হতে হবে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে, যেখানে ইতোমধ্যেই অস্ট্রেলিয়া থেকে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব আর লোকেশ রাহুলরা। বিভিন্ন চোট তাদেরও ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়া সফর থেকে।
চলতি অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই নানাবিধ চোট আর পারিবারিক কারণে ওশেনিয়া ছাড়তে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। রোহিত শর্মা শুরুর দিকে ছিলেন না সফরে, যোগ দিয়েছেন পরে। এর আগে পরে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও লোকেশ রাহুল ছিটকে গেছেন চোট নিয়ে। অধিনায়ক কোহলিকে দেশে ফিরতে হয়েছে সন্তানসম্ভবা স্ত্রী অনুশকা শর্মাকে সময় দেয়ার জন্যে। দেশে ফেরার এই মিছিলে এবার যোগ দিলেন জাদেজা। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও মাথায় চোট পেয়েছিলেন তিনি, যে কারণে খেলতে পারেননি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
এখানেই শেষ নয় ভারতের চোট-দুর্দশা। তৃতীয় টেস্টের শেষ দিনে পায়ের পেশিতে টান লেগেছে দলের নায়ক হনুমা বিহারির। তার সঙ্গী অশ্বিনও চোটগ্রস্থ, পিঠের ব্যথা ভোগাচ্ছে তাকে। সঙ্গে চোখরাঙানি দিচ্ছে ভারতকেও।
এনইউ