চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ

প্রায় ৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরের একমাত্র টেস্ট ও তিনটি ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে টি-টোয়েন্টির মিশন শুরু করে টাইগাররা। তবে সফরকারীদের স্বস্তি দিচ্ছেন না জিম্বাবুয়ের ওপেনার রেগিস চাকাভা। আগে ব্যাট করতে নেমে দলকে বিধ্বংসী শুরু এনে দেন তিনি।
১০ ওভার শেষে ২ উইকেট হারানো জিম্বাবুয়ের সংগ্রহ ৯১ রান।
এদিন টস ভাগ্য কথা বলে জিম্বাবুয়ের হয়ে। এতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। উদ্বোধনি জুটি অবশ্য বড় হতে দেননি মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে ৭ রানে মাঠছাড়া করেন বাংলাদেশি পেসার। তাতে ১০ রানে ভাঙে ওপেনিং পার্টনারশিপ।
এরপর ওয়েসলি মাধেভেরে ও চাকভা দলের হাল ধরে দ্বিতীয় উইকেট জুটিতে জমা করেন ৬৪ রান। অবশেষে এই জুটি ভঙেন সাকিব আল হাসান। ২৩ বল খেলে ২৩ রান করে আউট হন মাধেভেরে। একপ্রান্ত ধরে রেখে টাইগার বোলারদের উপর ছড়ি ঘোড়ান চাকাভা। চার-ছক্কার ফুলঝুরিতে সফরকারী বোলারদের শাসন করেন তিনি।