অলিম্পিকে রূপা জিতে ১ কোটি রুপি পাচ্ছেন মীরাবাঈ

এতক্ষণে মীরাবাঈ চানুকে সবাই চিনে ফেলার কথা। অন্তত ভারতীয়দের তো হওয়া উচিত তেমনই। টোকিও অলিম্পিকে তাদের প্রথম পদকটা যে এনে দিয়েছেন এই ভারোত্তোলক। প্রশংসায় ভাসছেন পুরো দেশজুড়ে। এবার তো আসলো বেশ বড় ঘোষণা। টোকিও অলিম্পিকে রূপা জিতে এক কোটি ভারতীয় রুপি পাচ্ছেন মীরাবাঈ।
শনিবার তার অর্জনের জন্য এই পুরস্কার ঘোষণা করেছেন মনিপুরের মূখ্যমন্ত্রী এন বিরেন সিং। টোকিও অলিম্পিকে নারীদের ৪৯ কেজি বিভাগে রূপা জেতেন মীরাবাঈ চানু। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭ কেজি ভারোত্তোলন করেন তিনি।
তারপর ৮৯ কেজির লড়লেও হননি সফল। সেটা পারলে হয়তো সোনার পদক জিততেন তিনি। তবে আপাতত তার এই অর্জনেই প্রশংসায় ভাসছেন মীরাবাঈ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বড় বড় তারকারা জানাচ্ছেন শুভেচ্ছা। এবার তো ঘোষণা এলো এক কোটি রুপি পুরস্কারের।
ভিডিও কলে মীরাবাঈয়ের সঙ্গে কথা বলার সময় মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং এই ব্যাপারে বলেন, ‘রাজ্য সরকার এক কোটি রুপি দেবে। রেলওয়ে স্টেশনে আর টিকিট যোগাড় করতে হবে না তোমাকে। আমি আরও বিশেষ একটি পোস্ট ঠিক করেছি। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমি আর বেশি কিছু বলতে চাই না। বাকিটুকু চমক হিসেবেই থাকুক।’
অলিম্পিক জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মীরাবাঈ টুইটারে লিখেছিলেন, ‘এটা আমার কাছে সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি এটি আমার দেশকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ জানাতে চাই কোটি কোটি ভারতীয়কে, যারা আমার জন্য প্রার্থনা করেছেন এই পুরো যাত্রায়।’
— N.Biren Singh (@NBirenSingh) July 24, 2021
এমএইচ