পাকিস্তানকে হারাতে ভারতের ‘বি’ দলই যথেষ্ট

করোনায় আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ডের দলটাই বদলে গিয়েছিল। সেই দ্বিতীয় সারির ইংল্যান্ড দলের কাছেও ধবলধোলাই হয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারতের দৃশ্যটা যেন ১৮০ ডিগ্রি উল্টো। সিরিজ খেলতে ইংল্যান্ডে আছেন বিরাট কোহলিরা। একই সময়ে সিরিজ হওয়ায় বিকল্প একটা দল পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কায়। সেই দলটাও লঙ্কানদের বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে।
এমন দুই দৃশ্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই যায়, দ্বিতীয় সারির ভারতকেও রুখতে পারবে তো পাকিস্তান? উত্তরটা দিলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া। লঙ্কায় কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে থাকা দ্বিতীয় সারির দলের পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে বলেই দিলেন, এই দলকে হারানোরও যোগ্যতা নেই পাকিস্তান দলের।
তবে ভারতের দ্বিতীয় সারির দলের যে সাফল্য তার কৃতিত্বের সিংহভাগ তুলে রাখলেন বর্তমান ভারতীয় কোচ দ্রাবিড়ের জন্য। কানেরিয়ার অভিমত, ‘যেভাবে ভারতীয় দল পারফর্ম করে গেছে, যেভাবে রাহুল দ্রাবিড় দলটাকে সামলেছে, তাতে এ কৃতিত্বের প্রায় পুরোটাই যাবে দ্রাবিড়ের কাছে। এই দলটা যে পাকিস্তানকে অনায়াসেই হারিয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই আমার।’
লঙ্কানদের মাটিতে ওয়ানডে সিরিজের পর এবার লড়াই টি-টোয়েন্টির। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও একটা সিরিজ খেলবে ভারত; তবে কোহলির দলের সে অ্যাসাইনমেন্ট ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাটে নয়, বরং ১৮০ ডিগ্রি উল্টোই। তবে বিশ্বকাপের ঠিক আগে আইপিএল; টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেখানেই নেবে ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।
প্রস্তুতিটা আরও ভালো করে দেবে আইপিএলের ভেন্যু। করোনা সংক্রমণের কারণে মাঝপথে থমকে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে এই টুর্নামেন্ট শেষেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক মাসের মতো সময় বাড়তি সেখানে খেলবে বলে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়া হয়ে যাবে কোহলিদের। এ কারণেই কানেরিয়ার চোখে বিশ্বকাপে ফেভারিট এই ভারতই।
টুর্নামেন্ট মাঠে গড়াতে দেরি থাকলেও প্রতিযোগিতার ফাইনালেও তাদেরই দেখছেন সাবেক পাকিস্তানি লেগস্পিনার। বললেন, ‘বিশ্বকাপের আগে আর কোনো টি-টোয়েন্টি নেই ভারতের। তবে তারা আইপিএল খেলে নিজেদের প্রস্তুত করবে তারা। আমার মনে হয় এবারের বিশ্বকাপের ফেভারিটও তারাই। মনে হচ্ছে, ফাইনালে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।’
এনইউ