১৩ বছর বয়সে সোনা জিতে চমক জাপানি কন্যার

বয়স মাত্র ১৩ বছর। এই বয়সে অলিম্পিক খেলতে এসে বিষ্ময় উপহার দেন মোমিজি নিশিয়া। আরও বড় বিষ্ময় তুলে রেখেছিলেন তিনি। ১৩ বছর বয়সেই কিনা অলিম্পিকের মতো ইভেন্টে সোনা জয় করে তাক লাগিয়ে দিলেন তিনি।
অলিম্পিক ইভেন্টে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে স্কেটবোর্ডিং। সোমবার আরিয়াক পার্কে স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সোনার পদক গলায় তুলেছেন মোমিজি।
জাপানি তরুণীর কাছে হেরে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তরুণী রাইসা লিলের। তার বয়সও ১৩ বছর। সোনা এবং রূপা জয়ী একই বয়সী হলেও ব্রোঞ্জ জয়ী জাপানি তরুণী ফুনা নাকাইয়ামার বয়স ১৬ বছর। ১৪.৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন রাইসা লিলে এবং ব্রোঞ্জ জয়ী নাকাইয়ামার স্কোর ১৪.৪৯।
টিআইএস/এটি