অলিম্পিকে সোনা জিতল ৬৩ হাজার মানুষের দেশ বারমুডা

আজকের দিনটা আর কখনোই ভুলতে পারবে না বারমুডার মানুষ। মাত্র ৬৩ হাজার জনগণ দেশটির। সেই তারাই ২০২০ টোকিও অলিম্পিকে পেয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ ইতিহাসে নিজেদের প্রথম সোনা। এটিই অলিম্পিকে সবচেয়ে কম জনসংখ্যার দেশের সোনা জয়।
মঙ্গলবার মেয়েদের ট্রায়াথলনে বারমুডাকে সেটি এনে দিয়েছেন ফ্লোরা ডাফি। সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। এই ইভেন্টে গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের কেটি জ্যাফার্স ১ ঘণ্টা ৫৭ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
সোনা তো বটেই, ডাফির কৃতিত্বে শেষ হয়েছে অলিম্পিকে পদক জয়ে বারমুডার ৪৫ বছরের অপেক্ষা। এর আগে দেশটিকে প্রথম পদক এনে দিয়েছিলেন ক্লারেন্স হিল। ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে মেন’স হেভিওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার ৩৩ বছর বয়সী ফ্লোরা ডাফি দেশকে এনে দিলেন প্রথম সোনা।
দেশের হয়ে সোনা জিতে তিনি বলেন, ‘আমি অনেক রোমাঞ্চিত। আমার সোনা জয়ের স্বপ্ন পূরণ করেছি। একই সঙ্গে বারমুডাকেও প্রথম সোনা এনে দিতে পেরেছি। এটা আমার চেয়ে বেশি বড় ব্যাপার এবং অনেক প্রশান্তির।’
এমএইচ/এটি