সাবেক বিশ্বজয়ীকে হারিয়ে ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন লাভলিনা

ভারতকে প্রথম পদকটা এনে দিয়েছিলেন মীরাবাই চানু। এবার নারীদের বক্সিংয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দেশটিকে অন্তত দ্বিতীয় পদকের নিশ্চয়তা দিলেন লাভলিনা বোরগোহাইন।
টোকিও অলিম্পিকে আজ নারী বক্সিংয়ের ওয়েল্টারে ইভেন্টের (৬৪–৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নিয়েন–চিন চেনকে ৪–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন লাভলিনা। অলিম্পিক বক্সিংয়ে সেমিফাইনালে হেরে গেলেও দুই প্রতিযোগিই পান ব্রোঞ্জপদক, এর ফলে লাভলিনার পদক জয়ও নিশ্চিত হয়ে যায়।
চলতি আসরেই অলিম্পিক অভিষেক হয়েছে লাভলিনার। এ আসরেই পদকজয়। এবার তার সামনে ব্রোঞ্জটার রঙ বদলে দেওয়ার। সেমিফাইনালের লড়াইয়ে তিনি আবার মাঠে নামবেন আগামী ৪ আগস্ট। সেদিন ফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের বুয়েনাজ সারমেনেলির মুখোমুখি হবেন ভারতের ২৩ বছর বয়সী এই বক্সার।
এদিকে পদকজয় নিশ্চিত করেই তিনি ভাসছেন প্রশংসার সাগরে। বক্সিংয়ে ভারতের হয়ে পদক জেতা বিজেন্দর সিং ও মেরি কম, দুজনেই টুইটারে অভিনন্দন জানিয়ে তাকে স্বাগতম জানিয়েছেন পদক জয়ীদের ক্লাবে। পরে এ তালিকায় যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণের মতো কিংবদন্তিরাও।
এনইউ