জন্মদিনে শেখ কামালকে ক্রীড়াঙ্গনের স্মরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে ক্রীড়াঙ্গন স্মরণ করল তার জন্মদিনে। ৫ আগস্ট তার ৭২ তম জন্মদিনে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্লাব, ফেডারেশন এই উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে ধানমন্ডি ৩২ নম্বর ও আবাহনী ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আলাদাভাবে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। বাংলাদেশ হকি ফেডারেশন,বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ানদো ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রীতি ম্যাচের আয়োজন করে।
আবাহনী লিমিটেড ঢাকা, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্লাবসহ বিভিন্ন সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। গতকাল রাত ১২ টা এক মিনিটে আবাহনী ক্লাবে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ আবাহনী ক্লাবে গিয়ে শেখ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কামালকে শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন আয়োজনে বিভিন্নভাবে উপস্থিত ছিলেন আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, উপ পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার,হাসানুজ্জামান খান বাবলু, বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু ,সাবেক হকি তারকা ফয়সাল আহসান উল্লাহ, বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, আবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তা আসাদ্জ্জুামান বাদশাসহ আরও অনেকে।
এজেড/এমএইচ