হেরেও সন্তুষ্ট বারিধারার কোচ, জয়ে অস্কার

আগের মৌসুমে লিগের প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে জিততে বেশ বেগে পেতে হয়েছিল বসুন্ধরা কিংসের। এবার বেশ সহজেই জিতল বসুন্ধরা। ক্লাবটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন ম্যাচের পর জানিয়েছেন নিজের সন্তুষ্টির কথা। ম্যাচ হারলেও তার মতোই সন্তুষ্ট বারিধারা কোচ জাহিদুর রহমান মিলন।
বসুন্ধরা কোচ ব্রুজন বলেন, ‘আমরা ভালো খেলেই জয় পেয়েছি। ফুটবলারদের ক্লান্তি দূর করাটাই আমার বড় চ্যালেঞ্জ ছিল।’
হেরেও অখুশি নন উত্তর বারিধারার কোচ শেখ জাহিদুর রহমান মিলন, ‘আমরা তাদের তুলনায় অনেক দুর্বল দল। এরপরও এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি। অনেক গোলের সুযোগও পেয়েছিলাম। একটি গোল করতে পারলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো।’
ফেডারেশন কাপের কোয়ার্টারে উঠেছিল উত্তর বারিধারা। যেটা ক্লাবের ইতিহাসে একটি রেকর্ড। লিগে তাদের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমরা লিগে পয়েন্ট টেবিলে ৫-৬ নম্বরে থাকতে পারলেই সন্তুষ্ট। আশা করি আমার ফুটবলাররা সেটা পারবে।’
বসুন্ধরার হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। নিজেদের হোম ভেন্যু প্রস্তুত না হওয়ায় বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলেছে তারা। এই প্রসঙ্গে অস্কার বলেন,‘ আমাদের পরবর্তী চারটি ম্যাচই অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচটি আমাদের হোম ছিল। কুমিল্লা ভেন্যুটি এখনো প্রস্তুত হয়নি, তাই বঙ্গবন্ধুতেই খেললাম।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটি শুরু বিকেল চারটায়। ঢাকা আবাহনী লিগে সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন।
এজেড/এমএইচ