ড্রয়ে অবনমন শঙ্কায় দুই দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (রোববার) একটি ম্যাচ হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে। এই ড্রয়ে দুই দলই রেলিগেশনের চোখ রাঙানি থেকে নিজেদের আরও একটু নিরাপদ স্থানে রাখল। বারিধারা ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশ নম্বরে সমান ম্যাচে মুক্তিযোদ্ধা ১৫ পয়েন্ট নিয়ে এগারো নম্বর অবস্থানে।
দুই দলের ড্রয়ে আরও চাপে পড়েছে ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘ। ১৮ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৬ ও আরামবাগের পাঁচ। এবারের লিগে রেলিগেশন দুইটি। ব্রাদার্স ও আরামবাগের ছয়টি করে ম্যাচ বাকি আছে। ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সঙ্গে নয় পয়েন্ট দূরত্বে ব্রাদার্স। ছয় ম্যাচের মধ্যে এই নয় পয়েন্টের ব্যবধান ঘোচানোটা খুব কঠিনই হবে।
আজ দুই দলই ম্যাচে জেতার চেষ্টা করেছে। গতকাল রাতের ও সকালের বৃষ্টিতে মাঠ ভারি। ফলে দুই দল স্বাভাবিক খেলা খেলতে পারেনি। দুই দলের বিদেশিরা তুলনামূলক গোলের সুযোগ বেশি মিস করেছে।
আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুইটি ম্যাচ রয়েছে। দুইটি ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস ও শেখ জামাল এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ।
এজেড/এমএইচ