বঙ্গমাতার জন্মদিন পালন করল বাফুফে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আজ (রোববার) ৯১তম জন্মবার্ষিকী। এ দিনটি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনই বেশ আয়োজন করে পালন করেছে।
সকাল ৯টায় মতিঝিলস্থ বাফুফে ভবনে কোরআন খতম শুরু হয়। বিকেল তিনটায় বাফুফে ভবনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে বলেন, ‘আমরা এ দিনে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই বঙ্গমাতার প্রতি। এজন্য খানিকটা সংক্ষিপ্ত পরিসরে আয়োজন।’ বাদ আসর মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মোনাজাতের সময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি আতাউর রহমান মানিক, বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, আমের খান উপস্থিত ছিলেন। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাফুফে ভবনে ক্যাম্প করছেন জাতীয় মহিলা ফুটবলাররা। তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। সেই টুর্নামেন্ট থেকে অনেক নারী ফুটবলার উঠে আসছে।
এজেড/এমএইচ