বাংলাদেশকে নিয়ে ভাবছেন না উইন্ডিজ অধিনায়ক

ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য বাংলাদেশ দল। বড় দলগুলোর বিপক্ষেও ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে খেলতে নামে টাইগাররা। করোনার কারণে এবার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পষ্ট ফেভারিট স্বাগতিকরা। তবে এসব নিয়ে ভাবছেন না ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। নিজেদের কাজেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন তিনি।
তিনটি ওয়ানডের সঙ্গে ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি ঢাকায় পা রেখেছে উইন্ডিজ ক্রিকেট দল। শর্ত অনুযায়ী ৩ দিন হোটেল বন্দি কোয়ারেন্টাইনে আছে তারা। তবে নিউ নরমালের সুবিধাটা কাজে লাগাচ্ছে উইন্ডিজ। হোটেলে বসেই নিয়ম করে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করছে তারা।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উইন্ডিজ দলের হেড কোচ ফিল সিমন্স। তিনি কোনো রাখঢাক না রেখেই জানিয়েছেন, এই সিরিজে স্পষ্ট ফেভারিট স্বাগতিকরা। বাংলাদেশের মাঠে তাদের অতীত পরিসংখ্যানও সেটিই বলছে। তবে কে ফেভারিট আর কে আন্ডারডগ, এসব নিয়ে ভাবতে চান না উইন্ডিজ টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
প্রতিপক্ষ দলে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকায় স্বাগতিকরা এগিয়ে থাকবে জানালেও নিজেদের পরিকল্পনায় বিশ্বাস রাখছেন ব্র্যাথওয়েট। বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান ক্যারিবীয় দলপতি।
ব্র্যাথওয়েট বলেন, ‘সাকিব তাদের মূল খেলোয়াড়। মুশফিকও খুব ভালো একজন ক্রিকেটার। তাদের দলে মাহমুদউল্লাহর মতো খেলোয়াড় আছে। দল হিসেবে তারা ঘরের মাঠে সবসময়ই ভালো। কিছু কোয়ালিটি স্পিনার এবং দক্ষ ব্যাটসম্যানদের সমন্বয়ে তাদের দলটি ভারসাম্যপূর্ণ। তবে আপনি যদি আপনার পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে আপনার কাজটি সহজ হয়ে যাবে।’
শেষবার ২০১৮ সালে বাংলাদেশ সফর করেছিল উইন্ডিজ। সেখানে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে ও টেস্টে রীতিমত নাস্তানাবুদ হতে হয় ক্যারিবীয়দের। যেখানে স্পিন বিষে নীল হয়েছিলেন সফরকারী ব্যাটসম্যানরা। দুই টেস্টে স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন ১৫ উইকেট, তাইজুল ইসলাম ১০টি ও সাকিব নিয়েছিলেন ৯ উইকেট।
এবারও সেই তিন স্পিনার আছে বাংলাদেশ স্কোয়াডে। স্বাভাবিকভাবেই উইকেটের চরিত্র হবে স্পিন সহায়ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের স্পিনারদের সামলাতে কি ছক কষছে উইন্ডিজ?
ব্র্যাথওয়েট জানালেন নিজেদের ওপর বিশ্বাসই মূল অস্ত্র তাদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আপনাকে বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। শেষবার আমরা যখন এখানে এসেছিলাম, তাদের স্পিনাররা অসাধারণ পারফর্ম করেছিল। আমরা আরো ভাল কি করতে পারি তা পর্যালোচনা করেছি। তবে সেগুলি আমাদের কার্যকর করতে হবে এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে।’
টিআইএস/এমএইচ