অলিম্পিক থেকে ফিরেই বোনের মৃত্যুর খবর, কান্নায় ভেঙে পড়লেন তিনি

টোকিও অলিম্পিক শেষ আনুষ্ঠানিকভাবে। সোনাজয়ী নীরজ চোপড়াসহ ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়ই দেশে ফিরে এসেছেন। অতীত ছাপিয়ে যাওয়া সাফল্যে আনন্দে পুরো ভারত। তবে এ আনন্দটা ধনলক্ষ্মী শেখরের জন্য স্থায়ী হলো না বেশিক্ষণ। দেশে ফিরেই শুনলেন বোন চলে গেছেন পৃথিবী ছেড়ে। শুনে বাড়ি ফেরার আগেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
টোকিও অলিম্পিকে ৪ গুণিতক ৪০০ মিটার মিক্সড রিলে দলে ছিলেন ধনলক্ষ্মী। তবে মূল দলে নয়, অতিরিক্ত খেলোয়াড় হিসেবে জাপানে পা রেখেছিলেন তিনি। শনিবারই দেশে ফিরে আসেন তিনি।
ফিরেই পান দুঃসংবাদ। মা ঊষা জানান, তার বোন আর বেঁচে নেই। মূলত তার বোন মারা গিয়েছিলেন ধনলক্ষ্মী যখন ছিলেন জাপানে, তখনই। কিন্তু মেয়ের পারফর্ম্যান্সের কথা ভেবে সে কথা আর জানাননি তিনি। জানালেন, মেয়ে যখন দেশে ফিরে এসেছে তখন।
স্প্রিন্টার হয়ে ওঠার পেছনে বড় অবদান আছে তার মা ঊষার। বোনেরও কম নেই। অলিম্পিক সফরের পর দেশে ফিরে শুনলেন সেই বোনই আর নেই পৃথিবীতে! সে কারণেই তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন।
এনইউ