ঘরোয়া লিগের পারফর্মারদের মূল্যায়ন করছে পাকিস্তান

চলতি মাসের শেষদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ঘরের মাঠে এই সিরিজের জন্য আগামী শুক্রবার দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম ২০ সদস্যের দল ঘোষণা করবেন বলে বুধবার এক ভিডিও বার্তায় জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো মাঠে নামে পাকিস্তান।
বড় কোনো দলের বিপক্ষে এবারই প্রথম সিরিজ খেলতে নামবে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে ঘরোয়া লিগের পারফর্মারদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক।
তিনি বলেন, ‘আমরা ঘরোয়া লিগের ছয় কোচ ও জাতীয় দলের হেড কোচ মিসবাহ উল হক এবং অধিনায়ক বাবর আজমসহ টিম ম্যানেজম্যান্টের সবার সঙ্গে কথা বলেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দল তৈরি করেছি। আলোচনায় আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ও ঘরোয়া লিগে পারফর্ম করা সম্ভাবনাময়দের মূল্যায়ন করেছি। দল ঘোষণার আগে আমি নির্বাচকদের সঙ্গে আবারও কথা বলবো।’
প্রাথমিকভাবে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণার কথা জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করবো। যারা জৈব সুরক্ষা বলয়ের আওতায় থাকবে। তাদের মধ্যে থেকে প্রথম টেস্টের আগেই ১৬জনকে বেছে নেয়া হবে। কোচ ও অধিনায়ক ওই ১৬জনের মধ্যে থেকে একাদশ বেছে নেবেন।’
এমএইচ