মেহেদি-সাকিব-নাঈমকে হারিয়ে বিপদে বাংলাদেশ

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ৩ ম্যাচ জিতে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা আগেই সেরে রেখেছে বাংলাদেশ। আজ (সোমবার) মিরপুরে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এ ম্যাচে একাদশে দুটি করে পরিবর্তন নিয়ে খেলতে নামে দুই দলই। স্বাগতিকরা একাদশের পাশাপাশি ওপেনিংয়েও আনে পরিবর্তন। সৌম্য সরকার একাদশে থাকলেও নাঈম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন শেখ মেহেদী হাসান।
ওপেনিংয়ে পরিবর্তন এনে সুফলটা হাতেনাতে পেয়েছে টাইগাররা। সিরিজের আগে চার ম্যাচে নাঈম আর সৌম্য ইনিংসের গোড়াপত্তন করতে এসে একেবারেই সুবিধা করতে পারেননি। চার ম্যাচে দুজনের পার্টিনারশিপ যথাক্রমে; ১৫, ৯, ৩, ২৪ রানের। মন্থর উইকেটে আজ নাঈম-মেহেদী জুটি আশার আলো দেখাল, মাত্র ৪ ওভার ৩ বল থেকেই দুজন স্কোর বোর্ডে জমা করেন ৪২ রান।
মেহেদী ২টি চারের মারে ১২ বলে ১৩ রান করে আউট হলে ভাঙে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম ওভারে টার্নারের করা তৃতীয় বলে সজোরে হাঁকিয়েছিলেন মেহেদী। ব্যাটে-বলে এক হয়নি, হাত থেকে ফসকে যায় ব্যাট। মিড উইকেটে ধরা পড়েন অ্যাগারের হাতে। মেহেদীর আউটের পর উইকেটে আসেন সাকিব আল হাসান।
সাকিব আসলেও তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি নাঈম। প্রতি ম্যাচের মতো এবারও থিতু হয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন এই বাঁহাতি তরুণ। ড্যান ক্রিস্টিয়ানকে রিভার্স সুইপ করতে গিয়ে তিনিও ধরা পড়েন অ্যাগারের হাতে, ফেরেন ২৩ বলে সমান ২৩ রান করে। ইনিংসের দশম ওভারের শেষ বলে জাম্পাকে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ২০ বলে ১১ রান করে।
সাকিবের উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৬০ রান।
টিআইএস/এটি