আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন সৌরভ

কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তখন তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর অবশ্য সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন তিনি।
তবে আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন সৌরভ। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আগামী সপ্তাহে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে পারেন বিসিসিআই সভাপতি। সৌরভের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হবেন তিনি।
আরও দুটি স্টেইন বসাতেই হাসপাতালে ভর্তি হবেন সৌরভ। ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পর এরকমই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।গত সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন সৌরভ।
সৌরভের পরিবার সূত্রে খবর, এমনিতে সুস্থই আছেন তিনি। ডাক্তারদের পরামর্শ মেনে খাওয়া-দাওয়া করছেন। এমনকি বাড়িতে বসেই বিসিসিআই সংক্রান্ত বেশ কিছু কাজ সারছেন সৌরভ।
অস্ট্রেলিয়ায় বিপক্ষে ভারতের শেষ টেস্টটা খেলার আগে ভারতীয় দল হোটেল সংক্রান্ত সমস্যায় পড়ার পর সৌরভ নিজের উদ্যোগে দ্রুত বিষয়টি সমাধান করেন। আপাতত সৌরভের সময় কাটছে বিভিন্ন সিনেমা দেখে, গান শুনে এবং খেলা দেখে।
এমএইচ