মারা গেছেন দাদি, ক্যাম্পে থাকায় যেতে পারবেন না সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার (১৩ জানুয়ারি) রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাস ভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মৃত রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইল ফোনে জানান, দীর্ঘদিন বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সর্বশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে বেলা দুইটায় জানাযা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের ক্যাম্পে থাকায় জানাযায় আসতে পারবেন না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রেবেকা নাহার মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।
এমএইচ