২৪ মিনিটেই ক্রিশ্চিয়ানের হ্যাটট্রিক, পুলিশের দুরন্ত জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দুইটি ম্যাচ ছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচেও অনেক গোল হয়েছে। বাংলাদেশ পুলিশ ৩-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। এই জয়ে পুলিশ ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অস্টম স্থানে আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে।
পুলিশের আইভোরিকোস্টের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কোয়াকো একাই করলেন তিন গোল। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার হ্যাটট্রিকের সুবাদে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারায় পুলিশ। ম্যাচের ৬১, ৭৫ ও ৮৫ মিনিটে একাই তিনটি গোল করেন পুলিশের এই ফরোয়ার্ড । ম্যাচের অতিরিক্ত সময়ে এক গোল শোধ দেন মুক্তিযোদ্ধার আইভরিয়ান ফরোয়ার্ড বাল্লো ফামোসা। আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কোয়াকো লিগের সপ্তম হ্যাটট্রিক ম্যান।
আগামীকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুইটি ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও মোহামেডান দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। অবনমন এড়ানোর জন্য ব্রাদার্সের জন্য এই ম্যাচে হার এড়ানো জরুরি। অন্য দিকে আজ আবাহনী হারায় চট্টগ্রাম আবাহনীর রানার আপ হওয়ার পথটা আরো একটু মসৃণ হলো।
এজেড/এনইউ