পাকিস্তানকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে ঠাট্টার মুখে কামরান আকমল

হাস্যকর সব উইকেট কিপিং ভুলের কারণে পুরো ক্যারিয়ারজুড়েই কম টীকাটিপ্পনী শুনতে হয়নি আকমল ভাইদের বড়জন কামরান আকমলকে। এবার তিনি ঠাট্টার শিকার হলেন মাঠের বাইরের এক কারণে। দেশকে জানালেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তাতেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের বস্তু বনে গেলেন তিনি।
আজ ১৪ আগস্ট। পাকিস্তানে পালিত হচ্ছে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। তারই শুভেচ্ছা দেশবাসীকে জানিয়েছিলেন পাকিস্তানি এই উইকেটরক্ষক। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, একটা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় ঠাট্টার কী আছে?

আকমলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের কারণটা হচ্ছে, তার স্বাধীনতার বানান। ফেসবুক ও টুইটারে সেই শুভেচ্ছায় কামরানের পোস্ট করা ছবিটায় যে ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা বানান লেখা ছিল, তা ছিল ভুল। আর তাতেই ফেসবুক ও টুইটার, দুই জায়গাতেই ট্রলের শিকার হন আকমল।
— I am not suppose to tell u. WCA (@myobxyz) August 13, 2021
নেটিজেনদের হাত থেকে রক্ষা পাননি তার ভাই ওমর আকমলও। সেখানে টেনে আনা হয় অনেক আগে তার ভাইয়ের করা একটা টুইট। যেখানে আবদুল রাজ্জাকের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছিলেন 'মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার'!
— Vedant (@Vedantp13) August 13, 2021