কিংসকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতির চিঠি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন। ফিফা সভাপতির স্বাক্ষরিত চিঠিটি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে পাঠানো হয়েছে। বাফুফে সভাপতিকে বসুন্ধরা কিংস ও বাংলাদেশের ফুটবল অনুরাগীদের তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে বলেছেন।
ফিফা সভাপতি তার সংক্ষিপ্ত অভিনন্দন বার্তায় বসুন্ধরা কিংসের এই সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মনে করেন, কঠোর পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে এই সফলতা এসেছে। বাফুফে সভাপতির মাধ্যমে বসুন্ধরা কিংসের সঙ্গে জড়িত সবাইকে তার অভিনন্দন দিয়েছেন পাশাপাশি এই নিবেদন, টিম স্পিরিট ও লক্ষ্যে অবিচল থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অভিনন্দন বার্তায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানানো ছাড়াও বাংলাদেশের ফুটবল নিয়ে আলোকপাত করেছেন ফিফা সভাপতি। বাংলাদেশ, আঞ্চলিক ও বিশ্ব ফুটবলের উন্নয়নে বাফুফের কর্মকাণ্ড ভূমিকা রাখছে বলে ধন্যবাদ দিয়েছেন ফিফা সভাপতি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ফিফা সভাপতির শুভেচ্ছা বার্তা নতুন কিছু নয়। নিয়মিত না হলেও মাঝেমধ্যে এ রকম বার্তা পায় চ্যাম্পিয়ন ক্লাব। ঢাকা আবাহনীও ফিফা সভাপতির অভিনন্দন পেয়েছিল।
এজেডে/এমএইচ/এটি