ছেড়া ট্র্যাক আর মান্ধাতার আমলের প্রযুক্তিতেই জাতীয় অ্যাথলেটিক্স

একে তো ছেড়া ট্র্যাক এর ওপর আবার হ্যান্ড টাইমিং। ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্স শুরুর আগেই নানা প্রশ্নবাণে জর্জরিত। গত আসর ইলেকট্রনিক্স টাইমার দিয়ে হয়েছিল জাতীয় মিট। এক বছর ঘুরতেই সেটা আবার ফিরল হ্যান্ডটাইমিংয়ে।
প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু দায় চাপলেন ‘লোকবলের অভাবের’ কাঁধে। বললেন, ‘ইলেকট্রনিক টাইমিংয়ের জন্য লোকবল প্রয়োজন। এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সাহায্য করত। তারা এবার লোকবল দিতে পারছে না। বাইরের জনবল দিয়ে করাতে গেলে খরচও বাড়বে। এজন্য হ্যান্ডটাইমিংয়ে করতে হচ্ছে।’
অ্যাথলেটিক্স ফেডারেশনে অনেক সিনিয়র জাজ রয়েছেন। ক্রীড়াঙ্গনের এত ব্যক্তি থাকতে সেনাবাহিনী ও বাইরের লোক কেন প্রয়োজন এই প্রসঙ্গে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘ইলেকট্রনিক্স টাইমার অপারেটিংয়ে কিছু পরিবর্তন এসেছে। এটা সবাই পারে না। সেনাবাহিনীতে দক্ষ লোক আছে।’ অগত্যা তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও ফিরে যেতে হচ্ছে মান্ধাতা-আমলের হ্যান্ড টাইমিংয়ে।
বঙ্গবন্ধুর নামে ৪৪তম জাতীয় আসরের নামকরণ করা হয়েছে। সেই আসরে কোনো পৃষ্ঠপোষকতা পায়নি কেন ফেডারেশন এই প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চেষ্টা করেছি স্পন্সর নিয়ে করার জন্য। আশাব্যাঞ্জক সাড়া পাইনি।’ স্পন্সর না পেলেও ফেডারেশন তহবিল থেকেই প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য আর্থিক পুরস্কার রয়েছে। রেকর্ডকারীরা পাবেন ৫ হাজার টাকার বাড়তি পুরস্কার।
৩৬ (পুরুষ ২২ ও মহিলা ১৪) টি ইভেন্ট হবে এই প্রতিযোগিতায়। করোনাকালীন সময়ে এবারের মিটে ৩৬ টি দল অংশ নিচ্ছে। মহামারীর কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান যোগ দিতে পারছে না এতে, তাই কমেছে দল সংখ্যা, জানালেন আবদুর রাকিব।
অ্যাথলেটিক্স ফেডারেশন অনেক আগে থেকেই তাদের সূচি জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফেকে জানিয়েছে। তারপরও জাতীয় অ্যাথলেটিক্সের তিন দিনে রাত আটটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ রেখেছে বাফুফে। এতে অসন্তোষ প্রকাশ করে অ্যাথলেটিক্সের সাধারণ সম্পাদক বলেন, ‘রাত আটটায় ম্যাচ হলেও আমাদের সমস্যা হবে। কারণ আমাদের সেট আপ সরিয়ে আবার তারা সেট আপ করবে। পরের দিন সকালে আবার আমাদের সেট আপ করতে হবে। তিন দিন তারা খেলা বন্ধ রাখলে বা অন্য ভেন্যুতে দিলে কোনো সমস্যা হতো না।’ সমস্যা, সীমাবদ্ধতা ও আক্ষেপের মধ্য দিয়েই শুক্রবার শুরু হচ্ছে তিনদিনব্যাপী বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
এজেড/এটি/এনইউ