রাহানের ফিফটি, পূজারার আক্ষেপ- লিড বাড়াচ্ছে ভারত

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়ছে ইংল্যান্ড-ভারত। এ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে লোকেশ রাহুলের সেঞ্চুরির কল্যাণে ৩৬৪ রানের সংগ্রহ অধিনায়ক বিরাট কোহলির দলের। পরে জো রুটের অনবদ্য ১৮০ রানের অপরাজিত ইনিংসে ভর করে স্কোর বোর্ডে ৩৯১ রান তোলে ইংল্যান্ড। এতে তৃতীয় দিনের (শনিবার) খেলা শেষে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারী ভারত। তবে সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রাহুল। মার্ক উডের বলে উইকেটের পিছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন ৫ রানে। আরেক ওপেনার রোহিত শর্মার সংগ্রহ ২১ রান। বল হাতে দাপট দেখানো উড নিজের দ্বিতীয় শিকারে ফেরান রোহিতকে। সুবিধা করতে পারেননি কোহলিও। স্যাম কারানের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০ রান।
৫৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকে সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তোলেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন পাক্কা ১০০ রান। আবার দৃশ্যপটে সেই উড। দলের ত্রাতা হয়ে পুজারাকে সাজঘরে ফেরান তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান থামেন ৪৫ রানে। ২০৬ বল খেলে মাত্র ৪টি চার মারেন তিনি। পুজারা আউট হলেও ব্যক্তিগত ফিফটি তুলে নেন রাহানে। তবে মঈন আলীর স্পিনে কাটা পড়ে ৬১ রানে থামেন তিনি।
রাহানের আউটের পর রিশাভ পান্টের সঙ্গে যোগ দিয়েছেন জাদেজা। এই দুজনের ব্যাটে সংগ্রহ বাড়াচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে ভারতীয়দের সংগ্রহ ১৭৫রান। এতে ২৭ রান শোধ করে ১৪৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। ম্যাচের চতুর্থ দিন সেই লিড আরও বাড়িয়ে নিতে পান্ট ১২ ও জাদেজা ৩ রানে ব্যাট করছেন। চতুর্থ দিনের খেলা বাকি আরও ১১ ওভার।
টিআইএস