জামালদের জার্সির ডিজাইন আহ্বান বাফুফের

১ মার্চ থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা। বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিভিন্ন দেশের সঙ্গে ইমেইল চালাচালি করে দল ঠিকের পাশাপাশি জামাল ভূইয়াদের জন্য সুন্দর জার্সির পরিকল্পনাও রয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির।
বৃহস্পতিবার বাফুফে জার্সির ডিজাইন আহ্বান করেছে। হোম আর অ্যাওয়ে দু’টি জার্সির জন্যই ডিজাইন আহ্বান করেছে বাফুফে। জাতীয় পতাকার রং সবুজ এবং লালের সঙ্গে মিল রেখে জার্সি ডিজাইনের নির্দেশনা দিয়েছে বাফুফে। ডিজাইনার জার্সির স্বার্থে কিছুটা সাদা রং ব্যবহার করতে পারবে বলে বাফুফে সার্কুলারে উল্লেখ করেছে।
আগ্রহী ডিজাইনদের ২৪ জানুয়ারির মধ্যে দু’টি ডিজাইন বাফুফের ইমেইলে পাঠাতে বলা হয়েছে। বিচার-বিশ্লেষণ শেষে বাফুফে দুই জন বিজয়ীর নাম ঘোষণা করবে। বিজয়ীরা আর্থিক পুরস্কার পাবে ২৫ হাজার টাকা। এছাড়া বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে ছবি, জাতীয় দলের সঙ্গে বঙ্গবন্ধু গোল্ডকাপ চলাকালে ডিনার, বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালের ভিআইপি টিকিট ও বাফুফের ব্লেজার উপহার পাবে।
বাফুফের বর্ষপঞ্জি অনুযায়ী ১-১১ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ চলায় টুর্নামেন্ট নিয়ে খানিকটা সংশয় তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ঢাকা পোস্টকে বলেন, ‘করোনার উপর কারো নিয়ন্ত্রণ নেই। আশা করি শীতকাল চলে গেলে এবং ভ্যাকসিন আসলে অবস্থার উন্নতি ঘটবে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি।’
এজেড/এনইউ