দুই প্রয়াত সাধারণ সম্পাদকের স্মরণে নারী হকি সিরিজ

খুব স্বল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের হকি সবচেয়ে দুই অভিজ্ঞ হকি ব্যক্তিত্ব মাহমুদ-উর-রহমান মোমিন ও শামসুল বারীকে হারিয়েছে। মোমিন ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ হকি ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক। মোমিনের পরেই সবচেয়ে বেশি সময় ও কয়েকবার সাধারণ সম্পাদক ছিলেন শামসুল বারী। এই দুই প্রয়াত সাধারণ সম্পাদককে স্মরণ করে একটি নারী হকি সিরিজ আয়োজন করবে বাংলাদেশ হকি ফেডারেশন।
বাংলাদেশে নারী হকি সেভাবে প্রচলিত নয়। মাঝে মধ্যে ক্যাম্প ও কালে ভদ্রে খেলা হয়। করোনাকালীন সময়ে পুরুষদের দুই বার ক্যাম্প হলেও নারী হকি অনলাইনে সীমাবদ্ধ ছিল। ক্রীড়া পরিদপ্তরের সহকারী ক্রীড়া পরিচালক তারিকউজ্জামান নান্নু করোনার সময় নারী হকি খেলোয়াড়দের সার্বক্ষণিক তত্ত¡বধায়নে রেখেছিলেন।
এবার লকডাউন উঠে যাওয়ার পরপরই মহিলা হকি দিয়ে কার্যক্রম শুরু করতে চায় হকি ফেডারেশন,‘ আমাদের নতুন সভাপতি মহোদয় মাঠে দ্রুত হকি দেখতে চান এজন্য আমরা শুরুটা করছি নারীদের দিয়ে। তারা অনেক দিন হকির বাইরে। এপ্রিলে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর আর কোনো ক্যাম্প বা খেলা হয়নি তাদের।’ -বলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতির প্রতিনিধি মোহাম্মদ রফিক।
এত দিন পর হকিতে ফিরতে পেরে খুবই উচ্ছ¡সিত মেহনাজ ইসলাম রোজা। নারায়ণগঞ্জে দশম শ্রেণীতে পড়ুয়া এই বালিকা বলেন, ‘খুবই ভালো লাগছে আবার হকি খেলতে পারব। হকি খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি।’
১৮ আগস্ট থেকে ৪৫ জন নারী মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্যাম্প শুরু করবে। ৪৫ জন নারীর মধ্যে বাহিনীর রয়েছে তিন জন, বিকেএসপির পাঁচ জন। বাকিরা বিভিন্ন জেলার। শহিদ উল্লাহ টিটু ও হাসান রনি নারীদের ফিটনেস ট্রেনিং করাবেন এক সপ্তাহ। তাদের এক সপ্তাহ অনুশীলনের পর ৪৫ জনকে দুই দলে ভাগ করা হবে। দুইটি দলের নামকরণ হয়েছে শামসুল বারী ও মাহমুদুর রহমান মোমিন। এই দুইটি দল পাচটি ম্যাচ খেলবে যথাক্রমে ২৬,২৭,২৯,৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।
ফিটনেস ট্রেনিং ও পাঁচ ম্যাচ খেলার পর হকি ফেডারেশন ৪৫ জনের স্কোয়াড থেকে ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করবে ফেডারেশন। সেই তালিকাভুক্ত খেলোয়াড়দের আবার কয়েক মাসের মধ্যে ট্রেনিংয়ে আনার বা ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে।
নারী হকির আসন্ন সিরিজ ও ফিটনেস ট্রেনিংয়ে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন ও ডেভলপমেন্ট কমিটির সদস্য তারিকউজ্জামান নান্নু।
এজেড/এটি