রানার্স আপ দৌড়ে আরও এগিয়ে গেল শেখ জামাল

টানা দুই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের রানার্স আপ হওয়ার লড়াইয়ে শেখ জামাল অনেকটা এগিয়ে গেল। আগের ম্যাচে উত্তর বারিধারাকে ৫-১ গোলে হারালেও এবার তাদের জয় পেতে কষ্ট করতে হয়েছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হারায় পাকির আলীর পুলিশ এফসিকে। এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল শেখ জামাল।
পুলিশকে হারানোর পর জামালের দ্বিতীয় স্থান আরও পোক্ত হলো। ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী সমান ২১ ম্যাচে ৪০ পয়েন্টে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে। তিন দলেরই তিনটি করে ম্যাচ বাকি লিগে। মাত্র তিন ম্যাচে দুই আবাহনীর শেখ জামালের সঙ্গে পাঁচ পয়েন্ট ব্যবধান ঘোচানো কঠিন হবে। দ্বিতীয় স্থানে একাধিক দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের ভিত্তিতে রানার্স আপ নির্ধারিত হবে। বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ ও লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এবার লিগ রানার্স আপ দল এএফসি কাপের প্লে অফ খেলবে।
ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। মাঝ মাঠ থেকে ল্যাসিন তোরের বাড়ানো লম্বা ক্রস শেখ জামালের বক্সের মধ্যে বুক দিয়ে নিচে নামিয়ে জুয়েলের দিকে ঠেলে দেন ক্রিসচিয়ান কোয়াকু। সেখান থেকে জুয়েল কাট ব্যাক করে কিরগিজস্তানের মিডফিল্ডার আখমেদোভের উদ্দেশে। ফাঁকা জায়াগায় থাকা আখমেদোভ বাঁ পায়ের জোড়াল শটে জাল খুজে নেন।
এবার আত্মঘাতি গোলে ম্যাচে সমতা আনে শেখ জামাল। ম্যাচের ২৩ মিনিটে জাহাঙ্গীর আলম সজীব নিজেদের জালেই বল জড়িয়ে শেখ জামালকে গোল উপহার দেন। বার পোস্টের প্রায় ৩০ গজ দূর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের বল জড়িয়ে দেন এই ডিফেন্ডার।
৩৬ মিনিটে পুলিশকে হতাশায় ভোগান শেখ জামালের গোলকিপার মোহাম্মদ শাকিল আহমেদ। আখমেদোভের ফ্রিকিক থেকে ফাঁকা থাকা কোয়াকু হেড গোল করলেও শাকিল তা ঝাপিয়ে পরে রুখে দেন। পুলিশ গোল করতে না পারলেও মিনিট খানেক বাদেই সুযোগ পেয়ে কাজে লাগায় শেখ জামাল। নিজেদের অর্ধ থেকে ওতাবেকের বাড়ানো লং বল পুলিশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল জালে জড়ান গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহ।
৫২ মিনিটে শেখ জামালের বক্সে নাটকীয়তার চিত্র দেখা যায়। আখমেদোভের ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে জুয়েলের শট ক্রস বার ঘেষে বাইরে চলে যায়। তবে পুলিশের ফয়সালের হাতে লাগলেও রেফারি বাঁশি না বাজানোয় রেফারির দিকে তেড়ে যান শেখ জামালের ফুটবলাররা। মিনিট তিনেক পর লিড বাড়ানোর সুযোগ পায় ধানমন্ডির ক্লাবটি।
সোলাইমান সিল্লাহর মাটি ঘেষানো ক্রস ওমর জোবের পা ছুঁলেও তা জালের খোঁজ পায়নি। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ পালটা আক্রমণে খেলতে থাকে। ম্যাচের একদম শেষ মুহুর্তে ক্রিশ্চিয়ান কোয়াকুর চেস্টা সফল না হলে ১-২ হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুলিশ এফসি। ২১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।
এজেড/এমএইচ