ইংল্যান্ডকে হারাতে ষাট ওভার যথেষ্ঠ কোহলিদের কাছে

লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষেও এগিয়ে ছিল ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের লিড নিয়ে পঞ্চম দিন শুরু করে ভারত। দিনের শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুতই হারিয়ে বসে আরও ২ উইকেটে। সেখান থেকে পথ দেখান মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। প্রথম সেশনের বাকি সময় ব্যাট করে দুজন। মধ্যাহ্নভোজের সময় ২৫৯ রানের লিড পেলেও ইনিংস ঘোষণা করে না সফরকারীরা। এতে অনেকেই প্রশ্ন তোলেন, ঠিক কী ভাবনা চলছে অধিনায়ক বিরাট কোহলির দলের?
প্রথম সেশনের বিরতি থেকে ফিরে আরও ৯ বল পর নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এতে ৬০ ওভারে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭২ রানের। অথচ ভারত চাইলে আরও আগেই ইনিংস ঘোষণা করতে পারতো, এতে প্রতিক্ষের ১০ উইকেট তুলে নিতে আরও কিছু সময় থাকত ভারতীয় বোলারদের হাতে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক জানালেন, ইংল্যান্ডকে হারাতে ষাট ওভার অনেক সময় মনে হয়েছে তাদের কাছে।
কোহলি বলেন, ‘আমাদের মনে হয়েছিল ৬০ ওভার যথেষ্ট সময় ইংল্যান্ডের দশ উইকেট তুলে নেওয়ার জন্য। তবে এই জয় একেবারে আলাদা। প্রথমবার লর্ডসে খেলতে এসে মোহম্মদ সিরাজ দারুণ বল করেছে। প্রথম দিকে ওদের কিছু উইকেট পেয়ে যাওয়ায় কাজটা কিছুটা সহজ হয়ে যায়। সোমবার পরের দিকে গোটা স্টেডিয়ামের সমর্থন আমাদের সঙ্গে ছিল। এতে আমাদের উৎসাহ বেড়েছে।’
দ্বিতীয় ইনিংসে ভারতের লিড যখন ১৮২ রানের, তখন ৮ উইকেট হারিয়ে বিপদে তারা। সেখান থেকে ব্যাট হাতে দলের হাল ধরেন দুই পেসার শামি ও বুমরাহ। নবম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ৯১ রান যোগ করেন দুজন। শামি অপরাজিত থাকেন ৫৬ রানে, বুমরাহ ৩৪ রানে। ১৫১ রানে জয় পাওয়ার পর এই দুই ক্রিকেটারকে প্রশংসা বন্যায় ভাসাতে ভুল করলেন না কোহলি।
কোহলি জানালেন, ‘আমাদের নীচের দিকের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করছে। অনেকটা সময় ব্যাটিং কোচের তত্ত্বাবধানে কাটিয়ে নিজেদের আত্নবিশ্বাস ফিরে পাচ্ছে। দ্বিতীয় ইনিংসে শামি আর বুমরাহ দারুণ ব্যাট করেছে।’
টিআইএস