আজই ব্রাদার্সের অবনমন?

ঘরোয়া ফুটবলে তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত ছিল ব্রাদার্স ইউনিয়ন। গত কয়েক বছর ধরে ফুটবলে রেলিগেশন লড়াই করেছে ঐতিহ্যবাহী দলটি। বেশ কয়েকবার অবনমন এড়াতে পারলেও এবার খুব সংকটময় অবস্থায় ক্লাবটি। আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে হেরে গেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে ব্রাদার্স ইউনিয়ন।
আজ মুক্তিযোদ্ধা জিতলে ২১ ম্যাচে হবে ১৮ পয়েন্ট। ব্রাদার্সের সমান ২১ ম্যাচে পয়েন্ট থাকবে ৬। বাকি ৩ ম্যাচ জিতলেও ব্রাদার্সের পক্ষে মুক্তিযোদ্ধাকে স্পর্শ করা সম্ভব হবে না।
আজকের ম্যাচটি ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধা সংসদ ১৫ পয়েন্ট নিয়ে কিছুটা নিরাপদ অবস্থানে থাকলেও আজ ব্রাদার্সের বিপক্ষে হেরে গেলে তাদের অবনমনের শঙ্কা তৈরি হবে। সেক্ষেত্রে ২১ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ৬ পয়েন্ট দূরত্বে থাকবে মুক্তিযোদ্ধার। আজকের ম্যাচ ড্র হলে ব্রাদার্সের আনুষ্ঠানিকভাবে রেলিগেশন অপেক্ষা হবে মাত্র।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার রেলিগেশন হবে দুটি দলের। গতকাল (সোমবার) অবনমন নিশ্চিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। আজ হেরে গেলে ব্রাদার্স ইউনিয়ন অবনমিত হবে। ১৯৭৪ সালে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে ১৯৭৫ সালে প্রথম বিভাগ ফুটবলে উঠে ব্রাদার্স ইউনিয়ন। ২০২১ সাল পর্যন্ত টানা দেশের ফুটবলের শীর্ষস্তরে তারা। আজ হারলে ৪৬ বছর পর ব্রাদার্স আবার দ্বিতীয় স্তরে নেমে যাবে।
এজেড/টিআইএস