ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস

আগামী ২২ আগস্ট থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১। ২২ আগস্ট দাবা দিয়ে শুরু হচ্ছে মাসব্যাপী এই খেলাধুলার আয়োজন। পুরুষ সদস্যদের ১৪টি ইভেন্ট, নারী সদস্যদের ৮টি ইভেন্ট, সদস্যদের সন্তানদের বয়সভিত্তিক ইভেন্ট দুটি ও সদস্যদের স্ত্রীদের একটি ইভেন্ট (মার্বেল দৌড়) অনুষ্ঠিত হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছর সদস্যদের জন্য ইনডোর গেমস আয়োজন করে। গত কয়েক বছরের মতো এবারও গেমসের পৃষ্ঠপোষক ওয়ালটন। গতবারের মতো এবারও গেমস শেষে একজন সেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ পুরস্কৃত হবেন। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন ৪, রানারআপ ৩, তৃতীয় স্থান ২ ও চতুর্থ স্থান ১ পয়েন্ট করে অর্জন করবে। এই অর্জিত পয়েন্টের ভিত্তিতে একজন সেরা নারী ও পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হবেন।
পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘প্রতি ইভেন্টে সেরাদের পাশাপাশি আমরা ডিআরইউ সিনিয়র ১০ জন সদস্যকে পুরস্কৃত করতে চাই। যাদের খেলার আগ্রহ প্রবল কিন্তু বয়স ও সামগ্রিক প্রেক্ষাপটে খেলতে পারছেন না। এমন দশ সদস্যকেও আমরা পুরস্কৃত করব। আগামীতেও এই ধারাবাহিকতা থাকবে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি ইভেন্ট পরিচালিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান সোহেল সহ কার্যনির্বাহী কমিটি ও ক্রীড়া উপ কমিটির অনেকে৷ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
এজেড/টিআইএস