মালে থেকে সরাসরি কিরগিজস্তান যাবেন তপু বর্মণরা!

বাংলাদেশের ফুটবলাররা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রিমিয়ার লিগের পর সামনে জাতীয় দলের ব্যস্ততা। বিশেষ করে বসুন্ধরা কিংসের ফুটবলারদের ব্যস্ততা বেশি। বাফুফে তাদের জন্য বিশেষ পরিকল্পনা করছে। এএফসি কাপের গ্রুপ পর্ব শেষে মালদ্বীপ থেকে সরাসরি কিরগিজস্তান নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘করোনাকালীন সময়ে খেলোয়াড়দের ক্লান্তি ও ভ্রমণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। জাতীয় দলে বসুন্ধরা কিংসের কয়েকজন ফুটবলার থাকবেন। তাদেরকে অতিরিক্ত ভ্রমণ এড়ানোর জন্য আমরা মালে থেকে কিরগিজস্তান নেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি।’
২৬ আগস্ট মালে থেকে ঢাকায় আসার কথা বসুন্ধরা কিংসের ফুটবলারদের। ২৭ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা শেষে ২৮ বা ২৯ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। মালদ্বীপ থেকে আসার পর কিংসের ফুটবলারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন রয়েছে। ওই কোয়ারেন্টিন কাটিয়ে জাতীয় দলের ক্যাম্প যোগ দিয়ে আবার কিরগিজস্তান ভ্রমণ অনেকটা কষ্টদায়ক হবে তাদের জন্য।
এই বিষয়টি নিয়ে সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘৫ সেপ্টেম্বর কিরগিজস্তানে ম্যাচ। এর বেশ আগেই আমরা দলকে কিরগিজস্তান পাঠাতে চাই। ৩০ আগস্ট দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। আমরা টিকিট, ভিসা, কোয়ারেন্টাইন এসব বিষয় নিয়ে কাজ করছি।’
নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলতে পারছেন না। গতকাল কিংসলের জাতীয় দলের হেড কোচ জেমি ডে কিংসলের ফিটনেস বাড়াতে বলেছেন। জেমি কিংসলেকে ডাকলেও খেলাতে পারবেন কি না সংশয় থাকবে।
কারণ ফিফা ও এএফসি’র অনুমতি প্রয়োজন। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কিংসলের বিষয় নিয়ে ফিফা ও এএফসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। কিংসলের ইমিগ্রেশন রিপোর্ট দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবো। কোচ তাকে দলে ডাকলে যেন অনুমতি নিয়ে কোনো সংকট না হয় আমরা সেদিক নিয়ে কাজ করে যাচ্ছি।’
এজেড/এমএইচ