সাকিব আল হাসানের দাদির দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহারের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার জানাজা ও পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ঢাকা-২ আসনের সংসদ সদস্য শেখ ইলিয়াস আলী, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেন।
তবে সাকিব আল হাসান আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জাতীয় দলের ক্যাম্পে থাকায় জানাজায় অংশ নিতে পারেননি বলে সাকিবের বাবা মাসরুর রেজা কুটিল জানিয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে মারা যান রেবেকা নাহার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলটায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে তাকে মাগুরায় আনা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়।
রেবেকা নাহারের নাতি (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল বলেন, বহুদিন থেকেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নানি। মঙ্গলবার ঢাকার নিউরোসায়েন্স হাসপাতাল থেকে তাকে মাগুরায় আনা হয়। বুধবার তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার জানাজা ও পৌর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এএম