সাকিবদের স্পিন নিয়ে আতঙ্কে উইন্ডিজ

বাংলাদেশ সিরিজে কঠিন পরীক্ষা দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। মিরপুর আর চট্টগ্রামের চিরাচরিত ধীরগতির উইকেটে কাজটা যে সহজ হবে না, সেটি বেশ ভালোভাবেই জানা সফরকারীদের। ক্যারিবীয়দের যতো ভাবনা বাংলাদেশি স্পিনারদের ঘিরে। এই স্পিন আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না তারা।
ঘরের মাঠে বাউন্সি উইকেটে খেললেও উপমহাদেশীয় কন্ডিশনে উল্টো চিত্র দেখতে হয় উইন্ডিজের। বাংলাদেশের প্রেক্ষাপট তাদের জন্য আরো বেশি জটিল। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা ক্যারিবীয় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ঠ। এবার তো তুলনামূলক দূর্বল দল নিয়ে এসেছে তারা।
সবশেষ ২০১৮ সালে বাংলাদেশে খেলতে এসে অসহায় আত্মসমর্পণ করে যেতে হয়েছিল উইন্ডিজের। সাকিব, তাইজুলরা স্পিন বিষে নীল করেছিল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। সেবার ২ ম্যাচে বল হাতে মিরাজ নেন ১৫ উইকেট, তাইজুল ১০টি ও সাকিব ভাগ বসিয়েছিলেন ৯ উইকেটে।
তার কদিন আগেই অবশ্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গিয়ে ধরাশায়ী হয়ে এসেছিল টাইগাররা। সেখানকার বাউন্সি উইকেটেও নিজেদের জাত চিনিয়েছেন মিরাজ, সাকিবরা। মিরাজ নেন ১০ উইকেট, সাকিবের থলিতে ৮টি। পূর্বের রেকর্ডও বাংলাদেশের স্পিনারদের পক্ষে সাফাই গাইছে।
বাংলাদেশে এসে হোটেলে বসেই নিয়ম করে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করছে উইন্ডিজ। সেখানে আগের দুই সংবাদ সম্মেলনে স্পিন নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছিলেন সফরকারীদের প্রতিনিধিরা। বৃহস্পতিবার একই কথা শোনালেন উইন্ডিজ ওয়ানডে দলের অধিনায়ক জেসন মোহাম্মদ।
জেসন বলেন, ‘বাংলাদেশ তাদের স্পিনের উপর অনেক বেশি নির্ভর করে। তাদের কিছু ভালমানের স্পিনার আছে। এখানে পরিস্থিতি তাদের স্পিনারদের অনুকূলে থাকবে, তবে সেই সম্পর্কে আমরা সচেতন। অনুশীলনের যে উইকেট দেখেছি, সেটিও ধীরগতির ছিল। এটি কিভাবে জয় করা যায়, সেটি নিয়েই আমরা যথাসাধ্য চেষ্টা করবো’
উইন্ডিজ দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক আরো জানান, ‘রেকর্ডগুলো এটা দেখায় যে তারা আমাদের বিপক্ষে গত কয়েকবার জয় পেয়েছে। আমরা একটি তরুণ দল। আমরা ধারাবাহিকভাবে ১০০ ওভার ভালো ক্রিকেট খেললে, সবটা নিজেদের দখলে নিতে পারলে, আমরা খেলায় জিততে পারব। ধারাবাহিক হওয়াটাই মূল বিষয়। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে।’
এদিকে বাংলাদেশের স্পিনারদের সঙ্গে টক্কর দিতে দলে একাধিক স্পিনার রেখেছে উইন্ডিজ। বৃহস্পতিবার নিজেদের প্রথম অনুশীলনে নেটে এক ঘণ্টা টানা বোলিং করে নিজেদের ধার ঝালাই করেছেন রাহকিম কর্নওয়াল, পেরমল, ওয়ারিক্যানরা।
টিআইএস/এটি