বাংলাদেশে এসেই করোনা আক্রান্ত উইন্ডিজ ক্রিকেটার

করোনা প্রাদুর্ভাবের মধ্যে চলছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই বাড়তি সতর্কতা নিচ্ছে হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোকে। ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশ পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে এসে প্রথম ৪ দিনে ২ বার করোনা পরীক্ষা করিয়েছে তারা। যেখানে দ্বিতীয় পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে দলটির লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের শরীরে।
গত ১০ জানুয়ারি বাংলাদেশে এসে শুরুর ৪ দিন হোটেলবন্দি ছিল উইন্ডিজ দল। যেখানে বাংলাদেশ সরকারের বেঁধে দেওয়া নিয়মে দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে অনুশীলনে নামার সুযোগ পাবে সফরকারীরা। সে অনুযায়ী গত ১১ জানুয়ারি প্রথম টেস্টটি সম্পন্ন হয়, সেখানে উইন্ডিজ স্কোয়াডের ৪৭ সদস্যের সবার ফলাফল নেগেটিভ আসে।
এরপর ১৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট করালে সেখানে হেইডেন ওয়ালশের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৪৬ জনের ফল নেগেটিভ আসলেও এই স্পিনারের ফল পজিটিভ এসেছে। বিষয়টি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে বলা হয়েছে, গত বুধবার করা পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ আসে। তা ফের যাচাই করলেও একই ফল আসে বৃহস্পতিবার।
জানা গেছে, করোনার কোনো উপসর্গ নেই ওয়ালশের শরীরে। তবে করোনায় আক্রান্ত হওয়ায় সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে তাকে। বাকিদের ফল নেগেটিভ আসায় তারা গত বৃহস্পতিবারই অনুশীলন শুরু করেছেন, তবে এখনই মাঠে নামার সুযোগ নেই ওয়ালশের। পিসিআর টেস্টে দুইবার নেগেটিভ ফল না আসা পর্যন্ত দলে ফিরতে পারবেন না তিনি।
বাংলাদেশ সিরিজে সফরকারী উইন্ডিজ দলের স্পিন বিভাগের বড় ভরসা ছিলেন ওয়ালশ। তবে স্বাভাবিকভাবে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডের সিরিজ থেকে বাদ পড়ছেন এই স্পিনার।
এক নজরে বাংলাদেশ সফরের জন্য উইন্ডিজ স্কোয়াড-
টেস্ট: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।
ওয়ানডে: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।