হঠাৎ হাসপাতালে ভারতীয় ক্রিকেটার বরুণ অ্যারন

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন ভারতীয় পেসার বরুণ অ্যারন। দেশটির ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নাম ছিল তার। ঝাড়খণ্ডের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি। তবে শেষপর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেন। এরপর অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
২০১১ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বরুণের। দেশের হয়ে সবশেষ মাঠে নেমেছেন ২০১৫ সালে। এরপর নিজেকে প্রমাণের চেষ্টাই খুব বেশি সফল হননি এই ডানহাতি পেসার। এজন্য জাতীয় দলে দীর্ঘ সময় উপেক্ষিত আছেন তিনি। ভারতের হয়ে সমান ৯টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ দিয়েছেন তিনি। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশ কদর আছে তার। বরুণ আইপিএলের সবশেষ আসরে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বর্তমানে রাজস্থানের সঙ্গে বরুণের ২.৫ কোটি রূপির চুক্তি রয়েছে।
করোনার সংক্রমণের পর সৈয়দ মুস্তাক আলী ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেট ফিরিয়েছে ভারত। সেখানে নাম ছিল বরুণের। ঝাড়খন্ড রাজ্য দলের স্কোয়াডে ছিলেন তিনি। তামিলনাড়ুর বিপক্ষে একটি ম্যাচে মাঠেও নেমেছেন। সেখানে তিন ওভার বল করেছিলেন বরুণ। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
মূলত, ল্যারিনজাইটিসে ভুগছেন বরুণ। সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উইন-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
একটি ভারতীয় গণমাধ্যমকে বরুণের ঘনিষ্ট একজন বলেছেন, ‘ল্যারিনজাইটিসে আক্রান্ত হয়ে বরুণ হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে। এই সংক্রমণের কারণে বরুণ চলমান সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছে।’
টিআইএস