বায়ার্ন ছাড়তে পারবেন লেভান্ডভস্কি?

পোল্যান্ডের তারকা রবার্ত লেভান্ডভস্কি বায়ার্ন মিউনিখে খুশি থাকলেও সম্প্রতি তার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বয়স ৩৫ ছোঁয়ার আগেই ইউরোপের প্রথম সারির অন্য কোন ক্লাবের হয়ে খেলতে চান তিনি। যদিও বায়ার্নের সাথে বিদ্যমান সুসম্পর্ক কিছুতেই নষ্ট করতে চান না তিনি।
লেভান্ডভস্কি নিজের খেলোয়াড়ি জীবনের এগারো বছর কাটিয়েছেন জার্মান লিগ বুন্দেসলিগায়। খেলেছেন জার্মান লিগের দুই জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখে। এখন অন্য কোন প্রথম সারির লিগে বড় কোন দলের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান এই পোলিশ তারকা।
লেভান্ডভস্কি র স্বপ্ন পূরণে বাধা হতে পারে তার জন্য হাকা বায়ার্নের চড়া মূল্য। তাকে দলে নিতে গুণতে হবে ১০০ মিলিয়ন ইউরোরও কিছু বেশি অর্থ। গত মৌসুমের শুরু থেকেই নিয়মিত পারফর্ম করা লেভান্ডভস্কি গত মৌসমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৬ গোল করেছেন। এমন পারফরম্যান্সের সুবাদে এবছরের ফিফা ও উয়েফার সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন তিনি।
৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের বায়ার্নের সঙ্গে চুক্তি শেষ হবে আগামী বছর। এখন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কোন আগ্রহ দেখায়নি বুন্দেসলিগা জায়ান্টরা। চুক্তির মেয়াদ শেষ হবার পর বয়সের কারণে আর সুযোগ নাও পেতে পারেন প্রথম সারির অন্য কোন দলে। যদিও বছর তিনেক আগে লেভান্ডভস্কি নিজেই বায়ার্নে ক্যারিয়ার শেষ করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার লেভান্ডভস্কি ২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন। বায়ার্নের জার্সিতে মধুর সময় কাটিয়েছেন এই ফরোয়ার্ড। বার্সেলোনাকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ পেপ গার্দিওলা লেভান্ডভস্কি সম্পর্কে বলেছিলেন, ‘সে আমার দেখা সবচেয়ে পেশাদার খেলোয়াড়।’
এআইএ