প্রোটিয়াদের বিপক্ষে পাকিস্তান দলে নতুনের ছড়াছড়ি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি এগিয়ে আসছে ক্রমেই। তার আগে টেস্ট সিরিজের জন্য বিশ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডে বাজে পারফর্ম্যান্সের জের ধরে যাতে জায়গা হয়নি শান মাসুদ, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেলদের। তাদের জায়গায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নয়জন ক্রিকেটার!
নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজটা বেশ বাজে কেটেছে পাকিস্তানের। দুই টেস্টের সিরিজে হেরেছে দুটো ম্যাচেই, যার একটিতে আবার হেরেছে ইনিংস ব্যবধানে। সিরিজটিতে রানে ছিলেন না শান মাসুদ, সোহেল, আব্বাসদের কেউ। প্রথমজন তো শেষ তিন ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই!
দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়াটা তাই অবধারিতই ছিল তিনজনের। তাদের সঙ্গে দলে ব্রাত্য হয়েছেন জাফার গোহারও। আর চোট সমস্যার কারণে দলে জায়গা পাননি নাসিম শাহ। তবে দল থেকে ব্রাত্য হলেও বোর্ডের ভাবনা থেকে যাচ্ছেন না পাঁচজনের কেউ। সবাইকেই কাজ করতে হবে বোর্ডের হাইপারফর্ম্যান্স দলের কোচদের সঙ্গে।
এদিকে তাদের ফেলে যাওয়া জায়গায় প্রথমবারের মতো ডাক পেয়েছেন নোমান আলি, সালমান আলি, সৌদ শাকিলরা। সব মিলিয়ে অভিষিক্ত থাকছেন নয়জন! ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে দারুণ পারফর্ম্যান্সের কারণে প্রথমবারের মত দলে জায়গা পেয়েছেন সাজিদ খান, তাবিশ খান, কামরান গুলাম, হারিস রউফ ও আবদুল্লাহ শফিকও।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আগামী ২৬ জানুয়ারি মুখোমুখি হবে পাকিস্তান। টেস্টটি হবে করাচিতে। রাওয়ালপিন্ডিতে সিরিজের পরের টেস্টটি শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এরপর টি-টোয়েন্টি সিরিজে আগামী ১১, ১৩, ১৪ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান টেস্ট স্কোয়াড
আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, কামরান গুলাম, সালমান আলি আঘা, সৌদ শাকিল, ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), সরফরাজ আহমেদ, নোমান আলি, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও তাবিশ খান।
এনইউ/এটি