মোহনবাগানের জয়ে বিদায় ২ দলের, আরও চাপে কিংস

ভারতের ক্লাব ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি কাপে একই গ্রুপে রাতের ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিরুদ্ধে মোহনবাগানের ৩-১ গোলের জয়ে অস্কার ব্রুজনের শিষ্যরা আরও চাপে পড়েছে। দুই ম্যাচ শেষে ভারতের মোহনবাগান ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। বসুন্ধরা সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
গ্রুপের চ্যাম্পিয়ন দল জোনাল সেমিফাইনাল প্লে অফ খেলবে। মোহনবাগান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। ২৪ আগস্টের ম্যাচে বসুন্ধরা কিংসকে জিততেই হবে আর মোহনবাগান ড্র করলেই চ্যাম্পিয়ন।
শনিবার (২১ আগস্ট) দিবাগত রাতের ম্যাচে মোহনবাগান মাজিয়াকে হারানোর মাধ্যমে স্বাগতিক মাজিয়া ও ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিদায় হলো। ২৫ মিনিটে লিড নিয়েছিল মাজিয়া। প্রথমার্ধে মাজিয়া লিড নিয়ে শেষ করে। দ্বিতীয়ার্ধে একটানা প্রাধান্য ছিল সফরকারী মোহনবাগানের। বিরতির তিন মিনিটের পরেই মোহনবাগানের বিদেশি ফরোয়ার্ড কোলাকো সমতা আনেন। ৬৪ মিনিটে তার গোলেই লিড নেয় কলকাতার ক্লাবটি। ৭৭ মিনিটে মানবীর সিং গোল করলে মোহনবাগানের জয় নিশ্চিত হয়।
এজেড/এইচকে