আড়াই বছরের চুক্তিতে ডার্বির কোচ রুনি

গত নভেম্বর থেকেই ডার্বি কাউন্টির অন্তর্বর্তীকালীন খেলোয়াড়-কোচ হিসেবে কাজ করছিলেন ওয়েইন রুনি। এবার তাকে আড়াই বছরের চুক্তিতে পূর্নাঙ্গ কোচ হিসেবে নিযুক্ত করেছে ডার্বি। কোচিংয়ে পূর্ণ মনোযোগ দিতে খেলোয়াড়ি জীবনের ইতিও টেনেছেন রুনি।
টানা ব্যর্থতার কারণে ফিলিপ কোকুকে গেল নভেম্বরে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল ডার্বি কাউন্টি। এরপর থেকেই কোচের দায়িত্বে আছেন রুনি। নভেম্বর থেকে তার অধীনে খেলে ডার্বি জিতেছে তিনটিতে, সঙ্গে চারটি ম্যাচে করেছে ড্র। ভঙ্গুর রক্ষণ নিয়েও রেখেছে পাঁচটা ‘ক্লিনশিট’। যে কারণে এবার পদটা পাকাপাকিভাবেই গেল তার কাছে, শুক্রবার স্থানীয় সময় সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির প্রধান কার্যনির্বাহী স্টিফেন পিয়ার্স।
ক্লাবের কোচ হয়ে রুনির প্রতিক্রিয়া, ‘যখন আমি যুক্তরাজ্যে ফিরেছিলা, ডার্বি কাউন্টির রসদ দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। স্টেডিয়াম, অনুশীলন মাঠ, স্টাফদের গুণমান, অ্যাকাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় আর অবশ্যই তাদের সমর্থক, যারা সবসময় ক্লাবকে সমর্থন যুগিয়ে গেছেন; সবকিছুই দারুণ ক্লাবটির। অনেক প্রস্তাবই এসেছিল, কিন্তু আমার মনে হয়েছিল, এটাই আমার জন্যে সেরা জায়গা।’
এর আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ব্রায়ান ক্লফ, জিম স্মিথদের মতো কোচ কোচিং করিয়েছেন ক্লাবটিকে। সে পদেই এবার এলেন রুনি। চুক্তি অনুসারে আগামী ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবটির কোচ থাকবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড।
এনইউ