বিদেশি ছাড়া নেমে শেখ রাসেলে বিধ্বস্ত বারিধারা

টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে শেখ রাসেল ৫-১ গোলে বিধ্বস্ত করে উত্তর বারিধারাকে। বড় জয়েও পয়েন্ট টেবিলে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রয়েছে অল-ব্লুজরা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানেই উত্তর বারিধারা।
আজকের ম্যাচে বাংলাদেশের ফুটবলে অপেশাদারিত্ব আরেকবার ফুটে উঠেছে। বারিধারা অবনমন এড়ানো নিশ্চিত হওয়ায় এই ম্যাচ খেলেছে বিদেশি ফুটবলার ছাড়াই। বারিধারার চার বিদেশিই বাংলাদেশ ত্যাগ করেছে। ফলে শেখ রাসেল বারিধারার দেশি একাদশের বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে শেখ রাসেল। গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ২৪ মিনিট পর্যন্ত। নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মনেকে দলকে এগিয়ে দেন। ৯ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দুশবেকভ। ৩৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান দেশি মিডফিল্ডার রুমন হোসেন। ৩-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল। প্রথমার্ধের অন্তিম সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দুশবেকভ। ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অল-ব্লুজরা।
৫৭ মিনিটে দলের হয়ে পঞ্চম এবং নিজের দ্বিতীয় গোল করেন নাইজেরিয়ান মনেকে। তবে ৮০ মিনিটে এক গোল শোধ দেন বারিধারার সুমন রেজা। শেষে ৫-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল।
আগামীকাল (মঙ্গলবার) তিন ভেন্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ রয়েছে। কালকের ম্যাচে শেখ জামাল জিতলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থান অনেকটাই নিশ্চিত হবে। আগামীকাল শেখ জামালের প্রতিপক্ষ পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ।
এজেড/টিআইএস