উইন্ডিজ সিরিজে মুমিনুলকে নিয়ে শঙ্কা!

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মুমিনুল হক। সেই চোটেই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তার। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হয়েছিল তাকে। সেখানে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মুমিনুল। তবে ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
করোনার পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে বাইশ গজের লড়াইয়ে ফেরেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক। এরপর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামে নাম লেখান মুমিনুল। সেখানে লিগ পর্বের ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পান এই বাহাতি ব্যাটসম্যান। সেই চোটেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে মুমিনুলের বিষয়ে ঝুঁকি নিতে চায়নি বিসিবি। এজন্য দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য দুবাই নেয়া হয়। সেখানে অপারেশন হয় তার। সফল অপারেশন শেষে রোববার দেশে ফিরেছেন তিনি। তবে জানা গেছে পুরোপুরি সুস্থ হতে আরও চার-পাচ সপ্তাহ লেগে যাবে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। শেষপর্যন্ত এই সিরিজ যদি আলোর মুখ দেখে, আর টেস্ট সিরিজ আগে মাঠে গড়ায়, তাহলে টেস্ট অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গণমাধ্যমকে দেবাশীষ বলেন, ‘আমরা আপাতত মুমিনুলকে পর্যবেক্ষনে রেখেছি। তার পুরোপুরি সেরে উঠতে চার থেকে পাচ সপ্তাহের মতো সময় লেগে যাবে। তবে আমরা এখনই নিশ্চিত করতে পারছি না যে সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছে কিনা। আমরা সপ্তাহ ধরে ধরে পরিকল্পনা করবো। এরপর বোঝা যাবে মুমিনুল সুস্থ হয়ে ফিরতে পারছে কিনা।’
এমএইচ