মারামারিতে নিষেধাজ্ঞায় শেখ জামালের দুই ফুটবলার

আজ মঙ্গলবার সন্ধ্যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের একাদশের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার ছাড়া মাঠে নামছে রহমতগঞ্জের বিপক্ষে। ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচে অখেলোয়াড় সুলভ আচরণ করায় শেখ জামালের মিডফিল্ডার ফয়সাল আহমেদ ও ডিফেন্ডার শাকিল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল ফেডারেশন। ফলে আজকের ম্যাচে এই দুই ফুটবলার ছাড়াই একাদশ গড়তে হবে ভারপ্রাপ্ত কোচ মোশাররফ বাদলকে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, ‘গতকাল ফেডারেশন আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, দুই ফুটবলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত না খেলাতে।’ ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে মাঠে ও মাঠের বাইরে শেখ জামালের কয়েকজন ফুটবলার মারামারিতে জড়িয়েছিলেন। এর মধ্যে মাত্র ২ জনকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবল ফেডারেশন।
ডিসিপ্লিনারী কমিটি শেখ জামাল ব্রাদার্স ম্যাচের মারামারি নিয়ে এখনো সভায় বসেনি। সভা ছাড়াই শুধু দুই খেলোয়াড়কে সাময়িক শাস্তির আওতায় আনার ব্যাপারে বাফুফে সচিবালয়ের ব্যাখ্যা, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেও বিশেষ ক্ষেত্রে (রেফারি ভুলবশত লাল কার্ড প্রদর্শন না করলে) খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারেন। শেখ জামাল ব্রাদার্স ম্যাচের ও ম্যাচের পরের বিষয়গুলো পর্যালোচনা করতে শীঘ্রই ডিসিপ্লিনারী কমিটি সভা হওয়ার কথা।
শেখ জামাল ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আজ রহমতগঞ্জকে হারাতে পারলে ২৩ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৪৯। শেষ ম্যাচ জামাল মোহামেডানের সঙ্গে হারলেও আবাহনী বাকি ২ ম্যাচ জিতলে তখন দুুই দলের সমান ৪৯ পয়েন্ট হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে রানার্সআপ নির্ধারণ হবে।
এজেড/এটি