এবার ছিটকে গেলেন সাইনি, প্রশ্নের মুখে ভারতীয় ফিজিওরা

অস্ট্রেলিয়া সফরে ভারতের চোট সমস্যা বাড়ছেই। অবস্থাদৃষ্টে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, যে চোটের কারণে ছিটকে যাওয়াদের দিয়েই বিশ্বজয়ী একটা একাদশ দাঁড় করিয়ে দেয়া সম্ভব। ভারতীয় দলের চোট তালিকায় এবার যোগ হয়েছে নবদ্বীপ সাইনির নাম। তার সিরিজই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। এ পরিস্থিতিতে এবার দায়টা এসে পড়েছে ফিজিও দলের উপর। বিসিসিআই সূত্র ধরে আনন্দবাজার জানাচ্ছে, খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রশ্নের মুখে পড়তে পারেন অস্ট্রেলিয়া সফররত ফিজিওরা।
চোটের কারণে মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের মতো প্রথম একাদশের বোলাররা ছিটকে গেছেন। নেই লোকেশ রাহুল, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজাদের মতো ব্যাটসম্যানরাও। এ তালিকায় চলতি টেস্টে যোগ দিয়েছেন নবদ্বীপ সাইনি। টেস্টের প্রথম দিনে বল করেছেন মোটে ৭.৫ ওভার। এরপর খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর জানা গেল, ইংল্যান্ড সিরিজেও জায়গা হবে না তার! এদিকে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় খোঁড়াতে দেখা গেছে রোহিত শর্মাকে, যদিও তার চোট গুরুতর কিনা তা জানা যায়নি এখনো।
তবে সব মিলিয়ে দলের চোট-তালিকা বাড়াবাড়ি রকমের বড়। শুরুতে দোষটা দীর্ঘ আইপিএলের বলে ধারণা করা হচ্ছিল। তবে সর্বশেষ আইপিএলে না খেলা উমেশ যাদব ও সাইনির চোট ব্যাপারটা নিয়ে দ্বিতীয়বার ভাবাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। প্রশ্নের বাণ এখন তাই দলের দুই ফিজিও নীতিন পাটেল, যোগেশ পারমার ও দুই কন্ডিশনিং কোচ নিক ওয়েব ও সোহম দেসাইয়ের দিকে।
আর প্রশ্নটা আসতে পারে খোদ ভারতীয় ক্রিকেট প্রধান সৌরভের কাছ থেকেই! বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আনন্দবাজারকে বলেন, ‘দেশে ফিরে আগামী ২৭ জানুয়ারি আবারও ইংল্যান্ড সিরিজের জন্যে জৈবসুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে ভারতীয় দলকে। তার আগে সৌরভ ও জয় শাহের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ফিজিওদের।’
তবে অস্ট্রেলিয়া সিরিজ কোনোক্রমে শেষ করে দেশে ফিরলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে দল সাজানো নিয়েও জেগেছে প্রশ্ন। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে অধিনায়ক কোহলি ফিরবেন, তাতে ব্যাটিং লাইনআপ শক্তিশালী হবে। তবে পেস আক্রমণ পড়ে গেছে শঙ্কায়। শামি, বুমরাহ, ইশান্তদের মতো প্রথম সারির পেসারদের অনুপস্থিতিতে দল নির্বাচন চ্যালেঞ্জের হবে বৈকি!
এনইউ