অবশেষে হাসি ফিরলো সাকিবের ব্যাটে

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছিলেন বটে, কিন্তু ২০১৯ এর পারফর্ম্যান্সটা ফেরেনি ঠিকঠাক। বোলিংয়ে চলনসই পারফর্ম্যান্স থাকলেও, ব্যাটটা হাসছিল না আদৌ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিশ্বসেরা অলরাউন্ডার ইঙ্গিত দিলেন ফর্মে ফেরার। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অর্ধশতক ছুঁয়েছেন তিনি।
২৮, ৮, ১৫, ৪, ১৪, ১১, ৩, ১২, আর ১৫। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই ছিল সাকিবের ব্যাটের রান। সাকুল্যে নয় ইনিংসে ১১০ রান, গড় মোটে ১২! এমন অ-সাকিবসুলভ পারফর্ম্যান্স শেষ কবে দেখিয়েছেন তিনি তা রীতিমতো গবেষণার বিষয়। এরপর প্রথম প্রস্তুতি ম্যাচেও ছিলেন ম্লান। সব মিলিয়ে বাজে ফর্মটা পরিষ্কারই ভোগাচ্ছিল তাকে।
সেটা কাটিয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব। বিকেএসপি শনিবার সকালে তামিম ইকবাল একাদশের বিপক্ষে তুলে নিয়েছেন অর্ধশতক। ৮২ বলে খেলেছেন ৫২ রানের ইনিংস। তবে ইনিংসটিতে প্রতিটি রানের জন্য বেশ সংগ্রামই করতে হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। পুরো ইনিংসে খেলেছেন মোটে ১ ছয় আর ১ চার, যা শেষ হয়েছে নাসুম আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে।
এর আগে পরে অবশ্য বাকি ব্যাটসম্যানরাও জাগিয়েছেন আশার আলো। নাইম শেখ অর্ধশতক তুলে নিয়েছেন ৬৮ বলে। ছন্দে থাকার ছাপ ছিল মুশফিকের ২৫ আর মোসাদ্দেকের ৩১ রানের ইনিংসেও। সবার সম্মিলিত চেষ্টায় তামিম ইকবাল একাদশের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশ ঝুলিয়ে দিয়েছে ২২৪ রানের লক্ষ্য।
এনইউ