এশিয়ান গেমস ক্রিকেটে সোনার আশাবাদ, নেই হ্যান্ডবল

এক আসর বাদে আবারও এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। যার ফলে স্বর্ণপদক জয়ের আশাটাও বাড়লো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। ক্রিকেট ছাড়াও আসছে আসরে আরও ১৬টি ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ। শনিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এসোসিয়েশনের নির্বাহী সভায় বিষয়টি নির্ধারণ করা হয়। তবে এ তালিকা থেকে বাদ পড়েছে হ্যান্ডবল, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ফেডারেশন।
সর্বশেষ ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। এশিয়ান গেমসে যে কিছু ডিসিপ্লিনে বাংলাদেশ স্বর্ণ পদক জিতেছে, তার মধ্যে ক্রিকেট অন্যতম। সে ডিসিপ্লিনটি গেমসে ফিরে আসায় সোনা জয়ের আশা বেড়েছে বাংলাদেশের। এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার ভাষ্য,‘গত এশিয়াডে আমাদের স্বর্ণপদক ছিল না। চীন এশিয়াড থেকে আমরা স্বর্ণ আশা করছি। ক্রিকেটের উপরই আমাদের প্রত্যাশা করি।’
এশিয়ান গেমসে কাবাডিতেও একসময় বাংলাদেশ জিততো সোনা। কিন্তু গেল আসরে কাবাডিতে রৌপ্য ও ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সেই কাবাডিতে হারানো গৌরব পুনরুদ্ধারে এবার জোর দেয়া হচ্ছে বলে জানালেন বিওএ মহাসচিব,‘কাবাডি (হা-ডু-ডু) আমাদের জাতীয় খেলা। কাবাডিতে স্বর্ণ পুনরুদ্ধার করতে চাই আমরা। এ লক্ষ্যে এখনই কাবাডি ফেডারেশনকে প্রস্তুতি নেয়ার অনুরোধ জানিয়েছি।’
তবে সারা বছর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামপাড়া মাতিয়ে রাখা হ্যান্ডবলের কপালে এশিয়াডের শিকে ছেঁড়েনি। গত এশিয়াডেও ব্রাত্য ছিলো ডিসিপ্লিনটি। আসছে আসরে রোলার স্কেটিংয়ের মতো নতুন ডিসিপ্লিনও অংশ নিচ্ছে, তবুও হ্যান্ডবলকে বিবেচনা করা হয়নি।
এ কারণে ক্ষুব্ধ বিওএ’র উপ-মহাসচিব এবং হ্যান্ডবল ফেডারশেনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, ‘হ্যান্ডবলের আন্তর্জাতিক খেলার সুযোগ দেয়া উচিত। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সেই সুযোগ দিল না।’
২০২২ এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট, কাবাডি ও রোলার স্কেটিং ছাড়াও সাতার, আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল ৩*৩, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হকি, কারাতে, ব্রীজ, শুটিং, তায়কোয়ান্দো ও ভারত্তোলনে অংশগ্রহণ করবে।
আজ এশিয়ান গেমসের ডিসিপ্লিন চূড়ান্ত ছাড়াও চলতি বছর ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে ৫ম ইসলামিক সলিডারিটি গেমসের ১৩ ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল ৩*৩, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, কাবাডি, কারাতে, তায়কোয়ান্দো,ভলিবল,সাতার,ভারত্তোলন ও কুস্তি।
এজেড/এনইউ