বাংলাদেশ-আফগানিস্তান যুব সিরিজ যথাসময়ে হচ্ছে না

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। তবে করোনাভাইরাস স্বস্তি দিচ্ছে না কিছুতেই। আকবর আলীরা যেখানে বিশ্বকাপ প্রস্তুতির আগে দেশ-বিদেশে অসংখ্য সিরিজ খেলেছেন, সেখানে এবারের বিশ্বকাপ আর মাত্র কয়েক মাস বাকি থাকলেও বর্তমান দলটি এখনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি। বার বার ভেস্তে যাওয়ার পর আগামী মাসে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। আবার পিছিয়ে যাচ্ছে এই সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি এখন হচ্ছে না। সূচিতে পরিবর্তন আসবে। আফগানিস্তান দল যথাসময়ে বাংলাদেশে আসছে না। তাদের আসা পিছিয়ে যাচ্ছে। তবে ঠিক কবে আসবে সেটি এখনই বলা যাচ্ছে না। আলোচনা চলছে, দুদিন পর সবকিছু চূড়ান্ত হবে। তখন নতুন সময়সূচি নির্ধারণ হবে।’
গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল যুব টাইগারদের। ভারতে হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। এই সিরিজ আর মাঠে গড়ায়নি। নতুন সূচিতে ৩১ আগস্ট বাংলাদেশে এসে সেপ্টেম্বরে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। এর জন্য গত ১৮ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এবারও যথা সময়ে হচ্ছে না এই সিরিজ।
মূলত তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটি ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও আফগান প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনেই সহযোগিতা করবে তারা। তবে রশিদ খান, মোহাম্মদ নবীদের পাকিস্তান সিরিজ পিছিয়ে গেছে। এরপর দেশটির অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরকে ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়। যদিও বিসিবি দাবি করে আসছিল, যথা সময়েই হবে যুবাদের এই সিরিজ।
কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৯০ জনই বেসামরিক আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা রয়েছেন। শুরুতে তালেবান ইস্যু এবং এবার এই ঘটনার পর সে দেশে ক্রিকেট নিয়ে ভাবনাটা বাড়াবাড়ির কাতারে গিয়ে পৌঁছেছে। যার আঁচ এসে পড়েছে বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজে।
টিআইএস