মারামারি কাণ্ডে শাস্তির আগেই শাস্তির মেয়াদ শেষ

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলে ফুটবলারদের সমর্থকদের সঙ্গে মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা নেই। গত ২১ আগস্ট ব্রাদার্সের বিপক্ষে শেখ জামালের ফুটবলাররা মারামারিতে জড়ান। ম্যাচ শেষের আগেও শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান। এত গুরুতর অপরাধের পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারী কমিটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মাত্র ১ লাখ টাকা জরিমানা ও দুই ফুটবলারকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে।
নিষিদ্ধ হওয়া দুই ফুটবলার ফয়সাল ও শাকিল। রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের পর বাফুফের লিগ্যাল উপদেষ্টা জিল্লুর রহমান লাজুক পরের ম্যাচে শেখ জামালের এই দুই ফুটবলারকে ম্যাচ খেলা থেকে বিরত রাখার নির্দেশ দেন। ফলে শাস্তি ঘোষণার আগেই শাস্তির মেয়াদ শেষ হয়ে যায় তাদের। এতে আজ (শুক্রবার) মোহামেডানের বিপক্ষে ম্যাচে তাদের খেলতে বাধা নেই।
এদিকে শেখ জামাল ক্লাবকে মাত্র ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি দলটির সহকারী কোচ হাসান আল মামুনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিসিপ্লিনারী সভার আগে লিগ্যাল অ্যাডভাইজারের আদেশ এবং এত মারামারির পরেও মাত্র দুজন খেলোয়াড়কে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেয়ায় ফুটবলাঙ্গনে চলছে আলোচনা।
শেখ জামালের চেয়ে ব্রাদার্সের শাস্তি কম হয়নি। তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা, এক ফুটবলার এক ম্যাচ বিরতি ও দুই বলবয় চার ম্যাচ নিষিদ্ধ। অপরাধ বেশি করেছে জামাল আর শাস্তি অনেকটা কাছাকাছি পেল ব্রাদার্স।
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শাস্তি পেয়েছে। শেখ জামালকে হারানোর পর তারা চ্যাম্পিয়ন উত্সব করে মাঠে। ভেজা মাঠে কিছুক্ষণ পর আরেকটি ম্যাচ ছিল। ম্যাচ কমিশনারের বারণ উপেক্ষা করে কিংস শিরোপা উৎসব করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারী কমিটি। এছাড়া রহমতগঞ্জে দুই ম্যাচের দুই ঘটনায় ২২ হাজার টাকা, চট্টগ্রাম আবাহনীকে ১০ হাজার টাকার পাশপাশিস চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের বলবয়কে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
এজেড/টিআইএস