শুভ জন্মদিন স্যার ‘ব্র্যাডন্যাম’

স্যার গ্যারি সোবার্স, মার্টিন ক্রো, হানিফ মোহাম্মদ, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা কিংবা হালের বিরাট কোহলি; কে সেরা? এ নিয়ে চায়ের টেবিলে আলোচনার ঝড় উঠতে পারে। তবে বাইশ গজের গালিচায় সেরাদের সেরা একজনই, তিনি স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান। তিনি এমন একজন, যিনি সবসময় ক্রিকেটের অধিশ্বর। তার ৯৯.৯৪ ব্যাটিং গড়টা এমন একটা চূড়া হয়ে দাঁড়িয়েছে, যা যে কোন ক্রীড়াবিদের যেকোনো বড় ধরনের ক্রীড়ায় সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
আজ (২৭ আগস্ট) এই কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিন।
ব্র্যাডম্যানকে নিয়ে আলচনার আগে তার নামের রহস্য ভেদ করা যাক। পদবিতে বানান ভুলে আমার তাকে চিনি ব্র্যাডম্যান হিসেবে। ডনের দাদার বাবা তার ছেলে চার্লস উইলিয়ামসের পদবিতে লিখেছিলেন ব্র্যাডন্যাম। ওটাই ছিল তাদের পারিবারিক পদবি। কিন্তু যে গ্রামে চার্লস বড় হচ্ছিলেন, সেখানে অনেকেই উচ্চারণ ঠিকমত করতে পারতেন না। উচ্চারন ভুলে ব্র্যাডন্যাম হয়ে যায় ব্র্যাডম্যান। চার্লস তার ছেলের জন্মের সময় সবাই যেভাবে ডাকে, সেভাবে পদবি হিসেবে লেখেন জর্জ ব্র্যাডম্যান। জর্জও তার ছেলের নাম ও পদবিতে লেখেন ডন ব্র্যাডম্যান।
১৯২০-২১ মৌসুমের লোকাল বাউরাল দলের খেলা চলছিল। ওই ম্যাচের স্কোরারের দায়িত্বে ছিলেন ব্র্যাডম্যান। সে ম্যাচে লোকাল বাউরাল অধিনায়ক ছিলেন তার চাচা। ১৯২০ সালের অক্টোবর মাসে এক ম্যাচে দলের খেলোয়াড় সংখ্যা ১১ জনই হচ্ছিল না, তখন বাধ্য হয়েও নিজের ভাতিজাকে দলে সুযোগ দেন জর্জ হোয়াটম্যান। সে ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৩৭ এবং ২৯ রান করে নট আউট ছিলেন ব্র্যাডম্যান। গল্পের শুরুটা সেখান থেকেই, বাকিটা কেবল ইতিহাস।
এক ক্রিকেট ব্যাট হাতেই বিশ্বকে কাঁপিয়েছেন স্যার ডন। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক মাত্র ৫২ টেস্টে করেছেন ৬৯৯৬ রান। জীবনের শেষ টেস্টে ৪ রান করলে তার গড় হতো ১০০! শেষপর্যন্ত সেটি হয়নি। ৯৯.৯৪ গড়ে থেকে সেটিকেই মাইলফল বানিয়েছেন তিনি। জীবনের শেষ টেস্টে ব্র্যাডম্যান রান করেছিলেন শূন্য। এরপর কি তিনি কখনো আক্ষেপের সুরে বলেছেন? ইশ, আর মাত্র ৪টি রান!
স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১১৩তম জন্মদিন আজ। ব্র্যাডম্যান ক্রিকেট থেকে অবসরে গেছেন এখন থেকে ৭৩ বছর আগে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাও প্রায় দুই দশক হয়ে গেল। তবুও তার এমন কিছু রেকর্ড আছে, যা এখনো কেউ ভাঙতে পারেনি।
টিআইএস/এমএইচ