জাতীয় দলে প্রথম অনুশীলনের অনুভূতি কেমন মিতুল-আতিকের

ভ্রমণক্লান্তি শেষে আজ (রোববার) প্রথম অনুশীলনে নেমেছেন জাতীয় দলের ফুটবলাররা। বিশকেকে জামালদের সাথে অনুশীলনের অভিষেক হয়েছে দুই ফুটবলার মিতুল মারমা ও আতিকুজ্জামানের। উত্তর বারিধারার গোলরক্ষক মিতুল মারমা জামালদের সঙ্গে প্রথম দিন অনুশীলন শেষে বেশ উচ্ছ্বসিত, ‘অনেক ভালো লাগছে জাতীয় দলে প্রথম অনুশীলন করে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দেশকে ভালো কিছু করতে পারি।’
মিতুল মারমা উত্তর বারিধারার হয়ে নিয়মিত ভালো পারফরম্যান্স করায় কোচ জেমি ডে’র নজরে পড়েছেন। জেমি ডেকেও ধন্যবাদ দিয়েছেন এই গোলরক্ষক, ‘কোচ আমাকে দলে সুযোগ দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ। ক্লাবের মতো আমি জাতীয় দলেও ভালো করতে চাই।’ মিতুলকে মূলত সামনে অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে কোচের এই চেষ্টা।
বিশ্বকাপ বাছাইয়ে জেমির দলে ছিলেন মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ। এবার তার বদলে জেমি সুযোগ দিয়েছেন আরেক ডিফেন্ডার আতিকুজ্জামানকে। তিনিও বেশ উচ্ছ্বসিত প্রথম দিন অনুশীলন করে, ‘জাতীয় দলের হয়ে প্রথম দিন অনুশীলন করার অনুভুতি ভিন্ন রকম। সবাই দোয়া করবেন যেন মূল একাদশে জায়গা করে নিতে পেরে ভালো কিছু দিতে পারি দেশকে।’
জাতীয় দলের সঙ্গে ব্রিটিশ গোলরক্ষক কোচ ক্ল্যাভলি যোগ দিয়েছেন আজ ভোররাতে। দুই প্রবাসী ফুটবলার আজ যোগ দেওয়ার কথা। ফিটনেস কোচ ইভান রাজলভ আজ অনুশীলন শেষে বলেন, ‘খেলোয়াড়রা সুস্থ এবং ফিট রয়েছে। অনুশীলনে সবাই প্রাণবন্ত ছিল। আজকে বিশকেকের প্রথম সেশনটি ভালোই হয়েছে।’
এজেড/এমএইচ