জুভেন্টাসকে হারিয়ে মিলানের পাশে ইন্টার

ইতালিয়ান সিরি আ'র চলতি মৌসুমটা একেবারে ভালো যাচ্ছে না জুভেন্টাসের। লিগের শুরু থেকেই নড়বড়ে অবস্থান বর্তমান চ্যাম্পিয়নদের। এবার ইন্টার মিলানের কাছে হোঁচট খেয়েছে কোচ আন্দ্রে পিরলোর দল। জুভেন্টাসকে ২-০ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এসি মিলানের পাশে বসেছে ইন্টার।
ক্রিশ্চিয়ানো রোনালদো, আলভারো মোরাতাদের নিয়ে বেশ শক্ত আক্রমণভাগ গড়েছে জুভেন্টাস। তবে ইন্টারের বিপক্ষে ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। উল্টো আর্তুরো ভিদাল, নিকোলো বারেল্লার গোল চেয়ে চেয়ে দেখতে হয়েছে রোনালদোদের। ম্যাচ শেষ করতে হয়েছে পরাজয়ের হতাশা নিয়ে।
এই ম্যাচে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ ছিল জুভেন্টাসের সামনে। আগের ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সেরা চারের বাইরে অবস্থান তুরিনের ওল্ড লেডিদের। তবে শেষপর্যন্ত সেটি তো হলোই না, উল্টো পরাজয় মানতে হলো তাদের। জুভেন্টাসের বিপক্ষে এই ম্যাচ জিতে এসি মিলানের সমান ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান ইন্টারের।
নিজেদের মাঠ সান সিরোয় রোববার আধিপত্য দেখিয়ে খেলে ইন্টার। ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি মৌসুমে বার্সেলোনা থেকে যোগ দেওয়া মিডফিল্ডার আর্তুরো ভিদাল ইন্টারকে এগিয়ে নেন। সতীর্থ নিকোলো বারেল্লার দুর্দান্ত ক্রস জালে জড়ান তিনি। এর আগের মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারত জুভেন্টাস। ১১ মিনিটে একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয় তাদের গোলটি।
প্রথমার্ধে নিজেদের লিড বাড়িয়ে নেওয়ার বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল ইন্টার। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৩ মিনিটের মাথায় আলেসসান্দ্রো বাস্তোনির বাড়ানো বল জালের নিশানা খুঁজতে ভুল করেননি বারেল্লা। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ইন্টার। ম্যাচের বাকি সময় ছিল দুই দলের বল দখলের লড়াই। পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার-জুভেন্টাস। ফলে ২-০ গোলের ব্যবধানে জিতে টানা আট ম্যাচ আর চার বছর পর জুভেন্টাসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
টিএইএস