চড় মেরেও লাল কার্ড থেকে বেঁচে গেলেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে কিছুটা ভাগ্যবান মানতেই পারেন। লাল কার্ড দেখা থেকে যে বেঁচে গেছেন তিনি। সেটা হলে যে কাল বুধবার রাতে আন্তর্জাতিক গোলের বিশ্বরেকর্ডটাই গড়া হতো না তার!
ম্যাচের শুরুতেই একটা পেনাল্টি পেয়েছিল তার দল পর্তুগাল। সেটা অবশ্য রোনালদো কাজে লাগাতে পারেননি, পাঁচ মিনিট দীর্ঘ ভিএআর যাচাইয়ের পর যখন মিলল পেনাল্টিটা, সেটা থেকে গোল পেলেন না। আয়ারল্যান্ড গোলরক্ষকের দারুণ চেষ্টায় ব্যর্থ হন রোনালদো।
তবে পেনাল্টিতে ব্যর্থ হওয়ার আগে বড় বাঁচা বেঁচে গেছেন তিনি। প্রতিপক্ষ দারা ও’শেয়ার গালে যে চড় মেরে বসেছিলেন তিনি। তাতে অবশ্য দোষ আছে আয়ারল্যান্ড ফুটবলারেরও। পেনাল্টির জন্য যখন বল রাখা হলো স্পটে, তাতে পা রেখে দাঁড়িয়েছিলেন রোনালদো, ও’শেয়া সেটাই পা দিয়ে সরিয়ে দিয়ে পর্তুগিজ অধিনায়ককে ভারসাম্যহীন করে দিয়েছিলেন।
সেটা সামলে নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়াতেই চড় মেরে বসেন সদ্য ইউনাইটেডে যোগ দেওয়া এই কিংবদন্তি। ভাগ্য ভালো, সেটা খুব একটা ছুঁয়ে যায়নি ও’শেয়াকে। তবু আয়ারল্যান্ড ডিফেন্ডার মুখ ঢেকে পড়ে গিয়েছিলেন মাঠে। এ ঘটনা রেফারির চোখে পড়েছিল কিনা, তাও জানা যায়নি। কারণ ম্যাচ অফিসিয়াল মাতেই ইয়ুগ তখন আয়ারল্যান্ড ফুটবলারদের প্রতিবাদ থামাতেই ব্যস্ত ছিলেন।
তবে যাই হোক, বিষয়টা যে রোনালদোর মনোযোগ নাড়িয়ে দিয়েছিল, তা পরিষ্কার। এরপরই যে নিজের পেনাল্টিটা সেভ হতে দেখেছিলেন তিনি! সে মনোযোগ অবশ্য তিনি এর কিছু পরেই ফিরে পেয়েছিলেন। নাহয় শেষ সাত মিনিটে দুটো গোল করে, বিশ্বরেকর্ড গড়ে কি দল জেতাতে পারতেন তিনি?
এনইউ/এটি