দ্বিতীয় রাউন্ডেই ঢাকার বাইরে ফুটবল লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের প্রথম রাউন্ড শেষ হচ্ছে সোমবার। এই রাউন্ড শেষ হওয়ার আগের দিন রাতে লিগে দশ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকার বাইরের ভেন্যুগুলো অনেকটাই অপ্রস্তুত, আবার ভেন্যু পাওয়া নিয়ে জটিলতাও ছিল। ভেন্যু সংকটে থাকায় বাফুফে সূচি প্রকাশে সময় নিয়েছিল।
দ্বিতীয় রাউন্ডেই ঢাকার বাইরের ভেন্যুতে খেলা রয়েছে। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। ২১ জানুযারি তাদের প্রতিপক্ষ ফেডারেশন কাপের রানার্স আপ সাইফ স্পোর্টিং। কুমিল্লা ভেন্যু ঢাকা মোহামেডানের সঙ্গে ব্যবহার করবে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। বসুন্ধরা কিংসের প্রথম হোম ম্যাচ ২৩ জানুয়ারি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
ঢাকার বাইরে আরেক ভেন্যু মুন্সিগঞ্জের লে.মতিউর রহমান স্টেডিয়াম। আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু সেখানে। মুন্সিগঞ্জে আরামবাগ প্রথম হোম ম্যাচ খেলবে ২৪ জানুয়ারি মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সেই স্টেডিয়ামে উত্তর বারিধারা প্রথম ম্যাচ খেলবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ২৭ জানুয়ারি। ২৩ ফেব্রুয়ারি দশম রাউন্ড শেষ হবে। দশম রাউন্ড পর্যন্ত টঙ্গীতে চারটি, কুমিল্লায় আটটি ও মুন্সিগঞ্জে তিনটি ম্যাচ হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হয়। প্রতি লেগে ১৩টি রাউন্ড। প্রথম লেগের দশ রাউন্ড পর্যন্ত সূচি দিয়েছে বাফুফে। দ্বিতীয় রাউন্ড থেকে অধিকাংশ দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনে দুইটি করে ম্যাচ রেখেছে ফুটবল ফেডারেশন।
১-১১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ২১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু। ২৩ ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত লিগ স্থগিত থাকবে। মার্চের শেষে এএফসি কাপের ম্যাচ রয়েছে।মার্চে ফিফা প্রীতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ। আবার ১-১০ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। সব মিলিয়ে প্রায় এক থেকে দেড় মাস স্থগিত থাকতে পারে ফুটবল লিগ।
এজেড/এমএইচ